নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বাঙালি সাংস্কৃতিক

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৯

বাঙালির এতিহ্য বাঙালি
প্রধান সাংস্কৃতিক অঙ্গ বাহন।
সমাজের ভিতর বাঙালি যদি
সব সময় তাদের সাংস্কৃতিক
নানা রকমারি ভাবে সাজিয়ে
তুলতে পারে তখন বাঙালি
নিজেকে সস্তি বোধ করে।
বাঙালি সবার আগে
তাদের সাংস্কৃতিক
রীতিনিতি কে যদি সাজিয়ে
নিজের মত তৃলতে পারে
তখন গড়ে উঠে ধর্মিয় ও অন্য
আত্ন বিশ্বাস মৃলক অনুষ্ঠান।
বাঙালি তাদের অবকাঠামো
পরিবর্তন করে তাদের সামাজিক কাঠামো
সাংস্কৃতিক কাঠামো পরিবর্তন করে
নতুন নতুন সাংস্কৃতিক গঠন করে।
এতে করে নতুন নতুন সূচনা হয়।
বিকাশিত করে তোলে তাদের মুল্যবোধ।
বাঙালি এতিহ্য আজ দিন দিন লোপ পাচ্ছে
এ তে বাঙালি বাধাগ্রস্ত হচ্ছে
তাদের মুল্য বোধ হারিয়ে বাঙালি ত হারিয়ে ফেলছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.