নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
সুন্দর খুজিতে চক্ষু লাগেনা
অন্তর চক্ষুতে দেখিতে হয়,
সুন্দর লাগি ঘটছে জয়
মনি চক্ষু মহাশয়,
সুর্দশন কি হয় সুন্দর বটে
কে করিল উক্তি ঠোটে।
বাক্য চরনে সংশয়।
কিবা তাহার বহিঃ ত্বক অন্তঃ ত্বক
কিবা হল সুশ্রী,
বাহির যথা ফিট ফাটে তথা
মধ্যে ভীষন কুশ্রী ।
সুন্দরে ব্যাকুল ক্ষুদ্র বড়
চার দেয়ালে খুড়ে,
সুন্দর লাগি উদাশ পাড়ি
পড়িছে মাথা ঘুরে,
সুন্দরে প্রীতি রাদা কৃষ্ণ
মগ্ন হল মজনু,
সুন্দর লাগি উঠি গেল
রঙ মাখা সাত রংধনু।
সুন্দর হয়ে সাজিল বাগান
ফুটিল ফুল রাশি,
কুড়িল ফুল ভরিল কুল,
শোভায় শোভায় ভাসি।
©somewhere in net ltd.