নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
নিস্তব্ধ মত দাড়িয়ে একলা আমি
একলা পথে বিভীষিকার রূপ আমি নিয়েছি।
কখনো হতাশ কখনো উচ্ছ্বাস কখনো নিভু নিভু যায় পরান আমার।
পাহাড়ের উঁচু নিচু ব্যাবধান কার গড়া তৈরি পাহাড় সাজে ফুলে ফলে বাগান ভরা প্রশ্ন তোলে আমায় কেউ বারে বার।
আকাশের নিচে দাঁড়িয়ে চোখের ইশারায় চন্দ্র সূর্য তরকা
গ্রহ নক্ষত্রকে আমি সাক্ষী করি বার বার।
বিভীষিকাময় অন্ধকারময় জগৎ এর সৃষ্ট খ্যাতির বিড়াম্বনা একে তুলে কোন মানবি কি তার উপহার ।
অশ্রু জলে সিক্ত আমি মাঝে মাঝে হাসি আমোদে কারনদর্শে কি এমন খেলা খেলিতেছ ভবে মস্ত অজুহাত তাহা রি বটে হাসিতেছে নাচিতেছে খেলিতেছ খেলিবার খেল
কিংবা নাহি তাহার কি আছে তাহার স্বার্থ ব্যাবধ রাগ ছাড়া কি আছে তাহার জননীর উপকরন কি আহা মেল।
পথ ভিড়াম্বনা আমার কোথায় নাই আমার গৃহ
থাকিবার উপবাস কখনো মানুষকে দু চারটা কথার মাধুর্যতা ছড়িয়ে গলিয়ে ফেলি কয়েক জনকে এ মরুভূমিতে আছে কয়টা খেটে খাওয়া লোক সচারচর বিন দেশি খুব কদর বংশ বড় শুনিলে তো বেশ অপায়ান অভান্যাস্ততারা তারা আবার কারা।
কাটিয়ে যায় রজনী আবার আমি হাসি নিজেকে কি হবে আমার কতদিন কাটে অভ্রান্ত বিকেল বেলা।
গভীর রাতের সপ্ন আমার দীর্ঘশ্বাস ফেলা
অত্যাচারীর ভয় আমার বুক ধুর ধুর করে
বুকের মধ্যে পরান পাখিটির হা হা হাহাকার কাঁপতে কাঁপতে কখন ঘুমিয়ে পড়ি । কে জানে
জড়তা নিয়ে
চোখের কল্পনার বন্দি হই তখন।
মিথ্যা বাঁদী কে বড্ড ভয় পাই আমি কোন মিথ্যা বাঁদী হিংসকু চত্বুর আমার চোখে পড়লে থমকে উঠি থমকে কেন জানি মিথ্যে বাদীকে দেখলে গা শিয়রে থর থর করে কাঁপতে শুরু করে।
ওসব আমি দেখলেই ঘৃণা করি ।
আমার নলক চত্বরে ছাউনি ছল ছল ছল করে,
হীয়ার লাগী লস্তি লগন ছন্ন ভন ভন মন ঘোরে ।
কাবুলে সপদ দেখিবার পথ নিশানা তব খুঁজি,
প্রিয়ার বাঁশি বাজিয়ে আজি অলক ছলক বুজি।
নাহি নাহি পথ রূদ্ধ শ্বাসের দম বুজি মোর যায়,
দখিনা বাতাস উতলা হয়ে কোন বাঁশরি বায়।
নিরস্ত্র অজানা নির্জন পথে একা থাকতে ভাল লাগে আমার
তেমন একটা খোলামাঠ চারদিক শুশ্রুষা শুন্য তা জায় ঝামেলা নাই কেবল কোলাহল কেউ নেই দু একটা কথা বলতে চাই নিজ মনে
একা থাকতে চাই আমি সেখানে আমার লেনদেন হিসেব অংক টা মিলে যাবে যদি ফিরে পাই আমি
জীবনের লেনদেন ।
©somewhere in net ltd.