নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
বেশি দিন আগের কথা না
সপ্নরা আমাকে ঘীরে ছিল কত কথা
হত মনের সাথে কত লুকোচুরি খেলত কোনে,
আমি কত ভালো ছিলাম কত লোক আমাকে
দেখলে আলৌকিক কিছু ভাবত আমি না হয়
আনেক____________কিছু হমু।
শিল্পীর কবির কবিতা কত ভাল লাগত আমার
মাঝে মাঝে অথই হারিয়ে বসতাম, কভু সিনেমার
হিরো হতে নয়ত কোন নাটক চরিত্র আমার অভিনয় টা মনের সর্বোচ্চ যায়গায় কাজ করত।
দেশের কবি সহিত্যিক বড় বড় মৌলবি কিংবা
সার মাস্টার হওয়া তো মনের কোনে ছোট্ট একটি
কাজ মনে করতাম।
আমি মিশে যেতাম বড়দের দলে কখনো নিজেকে
হারিয়ে ফেলতাম মনের জোরে। সেই কবে মনে ভেবে ছিলাম আমি হব ই একটা কিছু হব না হয়ে আমায় ছাড়বে কে আমি হয়েই ছারব স্রষ্টা আমায় কত সুন্দর প্রতিভা নিয়ে আমাকে পাঠিয়েছিলেন আমি এ প্রতিভা রাজি ছিলাম একশ থেকে একশ তখন ভাবছি আমি তো একাই পেরে যাব।
আমার প্রতিভাকে সম্মান করে যাচ্ছে আমার
চেনা মানুষ গুলো , কখন থেকে যে হঠৎ বিপদ গামী লোক হাজির হল ওর কথা শুনে মনে হয়েছিল আসলে ও খুব ভাল লোক । আমি আসলে বুঝতে পারিনাই এতটা জীবনের এত ধস নেমে যাবে পরতে পরতে ধুকে ধুকে এ ভাবে
অবহেলায় কাঁদতে হবে আমায় আমি কুলে বুঝে উঠতে পারি নাই।
মানুষ বলে কথা আঘাত করার একটা সীমা আছে, কোন আগাছার মত বড় হয়ে দিনে দিনে কষ্টে গড়া একটি গাছ যখন আগাছার দাগ মুছে
হেসে পরিপূর্ণ গাছ হিসেবে দাঁড়ানো শে করে
কেউ ছলনা করে ভেঙে চূরমার করে দেয় তার যন্ত্র না যে কত বড় এক মানবী ছাড়া কেউ বুঝতে পারবেনা ।
©somewhere in net ltd.