নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মানবতার কবিতা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০

ওরা কাপুরুষ ওরা বর্বর
ওদের নেই বেড়াজালে মমতার বাঁধন ,
ওরা হিংসুটে ওরা ঘৃণা প্রকট মানব হীনা।
ওরা ভন্ড সাধুর পশুত গ্রহণে ব্যাক্ত সাধন।
ওরা একেছে চিত্র ওরা খুনি ওরা হত্যা কারি,
ওরা নির্মম ভাবে পাশানের
ন্যায় বুকে চালায় চাবুক ছুরি ।
ওরা জন্তু ওরা কি? জানোয়ার,
হাত পা মস্তিষ্ক তেরে বাকা ঘার,
নির্বিচারে শেষ করে মানুষ
মানুষ হয়ে গলায় চালায় তলোয়ার ।
ওরা মানে না তার কোন ধর্ম নীতি
গীতা বাইবেল নহে কোরান,
ওরা আসলে পান করেনি দুধ
মায়ের বুকের হীন সন্তান।
ওরা আতঙ্ক ওরা বিধ্বংসী ওরা
চৌক্ষস ভয়ংকর এজিদ,
সভ্য জাতির ন্যাস্ত কুলাঙ্কার,
ওদের কান্ড দেখে বিশ্ব অবাক
নেবে কি ওদের হীনতা বিচার।
ওদের মাথা খারাপ দুষিত রক্ত
রক্ষা পায় নি কোন এক মানবি ।
ওরা সীমা লঙ্ঘন কারি মানবতা বিরোধী
ধর্ম সাধনা ছদ্মবেশী উশৃঙ্খল দানবি।
উক্ত লেখাঃ বর্তমান কান্ড আতঙ্ক উদেশ্য।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

কানিজ রিনা বলেছেন: গর্জে উঠেছে কলমের আগা,
গর্জে উঠুক মানবতা আকাশ
বাতাশ। ধন্যবাদ প্রতিবাদের
কবিতা ভাল হয়েছে।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.