নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
প্রজাপতি চোখ মেলেছে ভোরের হাওয়ায় মিশে,
কোথায় ছুটে কোথায় ছুটে মধু আছে ওই কিসে।
নীল লাল পেখমে মেলে উড়ছে ডানায় ডানায় ,
সকাল বিকেল ছুটে বেড়ায় ঔনা ফুলের কানায় ।
প্রজাপতি প্রজাপতি কোথাও তোমার বাড়ি,
আমার বাড়ি মধু আছে ভর্তি ভরা হাড়ি।
নারে রে ভাই নারে ভাই তাই আমি খাইনা,
কারো কিছু খাইতে তো তবে আমি যাইনা।
কেন রে ভাই কেন রে ভাই বলো তবে শুধু,
তোমার বাড়ি রসে ভরা নয়ত রে খাটি মধু।
একবার এসে দেখ নারে ও ভাই
এনেছি মৌচাক না থেকে খুচেঁ,
তোমার মধুনা খেলে না পরে ভাই আমার
হয়ত রঙিন যাবে মুছে। -------------------
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
এম ডি মুসা বলেছেন: শুভ দুপুর ।
শুভেচ্ছা প্রীতি ।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ম চার লাইন অনেক সুন্দর হয়েছে। ছবি দুটোও সুন্দর।