নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বাঁচতে চাই বাঁচতে চাই

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫১



আসবে কি কেউ একটু এগিয়ে? আসবে কি একটা এতিম অনাথ বন্ধুর পাশে দারাতে? পারবে কি এমন হৃদয় বান ব্যক্তি
আছে কি মানবতার সহযোগিতা হাত বাড়িয়ে মানবতার সংস্থার কাছে নাশিল করতে? আমরা তো লেখার কালিতে
অনেক কালি শেষ করি কিনা। আসলে কি এমন একটা লোক যদি তার অনাথ বলে ফ্যামিলি বিষয় সমাপ্তি ভোগের জন্য
একটি অনাথ ছেলেকে শেষ পাতায় পাঠিয়ে দেওয়া হল তখন নিজের কাছে অনেক ছোট লাগে মানবতা কি আমার জন্য
আমি কি মানবতার দয়ার হাত একবার দেখতে পারব না দেখতে পারব না তাহলে কি জগতের আলো, মুছে যাবে আমার
কিছু সপ্ন তাহলে কি একথা সত্যি পৃথিবীর মানুষ তো সবাই চলে যাবে আমিও মানি কিন্তু চলে গেলেই তো সব শেষ
চলছে চলুক না কিছু কাল। আমি দেখতে চাই জগতের আলো আমাকে কি দেখতে দেবে এমন আহাযারি কান্না কেউ কি শুনতে
পায় না আপনারা যদি মনে করেন এগিয়ে আসি এ একটা মানবিক ছেলের জন্য মন্দ কি হয়ত আপনার অনুপ্রেরণা বেচে
যাবে একটি জীবন??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.