নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
নামটি তোমার কেটে ফেলা হল
চোখ টি তোমার প্রতি এড়িয়ে গেল
থেমে গেল কল্পনা।
না না না তুমি তো এই বুঝনা
তোমায় তো আমি ভুলছিনা।
হাজারো মনের ভীরে তুমি
পাড়ি দিয়ে ছিলে আমায়
হাজারো আকাশ পরে গিয়েছিলো
তোমার নামায়।
এতগুলো সপ্ন আজ মিছে হল কেন
মিথ্যে যন্ত্রণা ।
না না না এই বুঝনা তোমায় আমি ভুলছিনা
সকাল বিকেলে ভোরে রাতে নয় নিশিতে
তোমায় আর ভাববনা।
আজ আমি পাই না খুঁজে নিজের ঠিকানা
তাইত তোমায় আজ আমি ভাবতে পারিনা।
না না না তুমি এই বুঝনা তোমায় ভুলছিনা।
নামটি তোমার নিস্তব্ধ হল।
তবে তো আজ ভুলার নিঃসঙ্গ পালা,
না না না তোমায় নিয়ে আর ভাবছিনা
ধরে নিও আজ মনে মনে কোন দিন আমার
ছিলেনা।
ভেবে নেব আমি ভাল লাগার
নাম কোন দিন ও মুখে ছিলনা।
আজ বিরহ ব্যাথা অনুগাথা তোমায় ডাকছে না
ভুলে যাব আমি সত্য তবে সত্যি যাব কিনা তা বলবনা।
তোমার সামনে কোন দিন ও দাঁড়াতে যাবনা।
ভুলে যাব আমি সত্য তবে সত্যি যাব কিনা তা বলবনা।
বিঃ দ্রঃ যে কোন ছন্দ অন্ত মিলে সমস্যা থাকলে সাহায্য করতে পারেন ১ম গান লেখার চেষ্টা করছি।
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৭
এম ডি মুসা বলেছেন: অবশ্যই
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬
তারেক ফাহিম বলেছেন:
শুরুতেই ব্যার্থ গান!!!
দাদা গান আর কবিতা যাই হোক ভালো লাগল।