নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

গ্রীষ্মকালীন রূপ এখন আশ্বিনের মাসে মেলে

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৫


চারদিকে কি তাকাব চৌত্রের দুপুর খা খা রোদ,
কাকের পিপাসিত কাহ! কাহ! কাহ! শব্দ
কান মস্তকে ধরিয়ে ফেলে বিরক্ত হয়ে পরি বিমূর্ষতায় গা বেয়ে ঘাম ঝরছে আর ঝরছে । কোথাও নেই ক্লান্তির নীড় একটুখানি ছায়া।
মাথার উপর ভন ভন ভন করে ফ্যান পাখাটি
ঘুরছে আর ঘুরছে তবুও শরীরটা একটু ঠান্ডা হচ্ছে না।
ফুটপাতের তো খালি পায়ে হাঁটা দুরের কথা পায়ের বুট জোতা গুলো আজকাল গরম হয়ে যাচ্ছে । ভদ্র ভাবে কথা বলা এক ধরনের সন্দহ করে বসে। বাসায় ফিরি নিয়মিত সংসার কেউ কাজ কর্ম ভিতর সেন্দহ জাগিয়ে মুখ গুচরে কথা বলার চেষ্টা ।
আবার বাহিরে মাঠের প্রানীকুল দের দিকে তাকালে হাহাকার হাঁপাচ্ছ । টেনে টেনে শ্বাস নিচ্ছে ।
বুড়ো দাদা তো বাড়ি গাঁয়ের পোশাক খুলে কাঁদে লয়ে বাড়ি ফেরছে।


গাছ গুলো রোদ্দুরে তীব্র তা নিস্তব্ধ হয়ে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে ।
গরু ছাগল মহিষ পানি খেতে ছুটছে নদীর কিনারায় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.