নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

শহীদদের রক্তে মুল্য

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪


রক্তস্লানে ভেসে গেল যাদের,
টুকরো দুটো প্রান,
তারা আজ কি পেল স্মৃতিসৌধে
রক্ত মাখা জামা চিহ্নের অম্লান।

কে নিল তার স্বজন খোঁজ
একটু খবর চেয়ে,
কতজনে আজ সুরে সুর মিলাল
স্বাধীনতার গান গেয়ে ।
দু মুঠো মায় পায় না ভাত কি করব যে
আমার কপাল দুঃখ হলে,
পোলাটি মোর যুদ্ধ যে গেলো আর যে
এল না আমায় ফেলে।
ভিক্ষা করে খেয়েছি কত আর পারি না রতে,
ছেলেটি আমার কেন যে গেল ছিল না কপালেতে।
কি পেল যা রক্ত দিয়ে রক্ত আজো ঝরে,
হাসি মুখে পাটা বুকে ফিরল না আর ঘরে।
স্বাধীন হল দেশের মানুষ বড় স্বাধীনতা ভাই,
নিজের ভাই রক্ত চুষে কেমনে করব তো লড়াই ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৬

মথুরেশ রায় মধু বলেছেন: নাইস

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৭

এম ডি মুসা বলেছেন: আসলে ধন্যবাদ স্বাধীনতা আজ পরাজিত ।

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৬

এম ডি মুসা বলেছেন: বিঃ দ্রঃ নামটি বাংলা করা হয়েছে । ধন্যবাদ কতৃপক্ষ ।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২২

মথুরেশ রায় মধু বলেছেন: মুসা ভাই, আপনার ফেসবুক লিংক দিন

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩

এম ডি মুসা বলেছেন: [email protected] সার্চ কর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.