নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
হেমন্ত শীত
- মোঃ মুসা ইসলাম
পাখির ডাকে ঘুম ভাঙে সোনালী সূর্য্য হাসে,
বিন্দু বিন্দু শিশির জমে সবুজ দুর্বাঘাসে ।
কাচা কাচা পাকা পাকায় ধানের ছড়া
মাঠে ক্ষেত ভরা ভরা ,
ডোবা নালায় শুকিয়ে ধরা ধরা
ভেজে ভেজে পাটি তস তস।
গাছে পেড়ে কুড়ে আনে গাছি
হাঁড়ি ভর্তি মিষ্টি মধুর খেজুর রস।
কন কনিয়ে আলতো ছোঁয়া,
বিনে মেঘে আকাশ ধোয়া,
রোদ্দুর নেই তেজ,
দুষ্টু বিড়াল ও কাথায় ঘুমাল
পাছায় মেরে পাছায় লেজ।
মিঠা ফিন্নি রস নাস্তা সেমাই
মুখটি রাঙিয়ে উঠে রে ভাই
শীতের মাখা মুখ ভরে নেয়,
ভাপা কুলি গন্ধ স্বাদে
লোভ জমেছে ঠোঁটে।
হরেক হরেক পিঠার মেলা'
ঘনিয়ে গড়াল গোল ভোজনের ধুমছে ধুম,
কুল চেপেছে কুল চেপেছে সকাল সন্ধ্যা প্রভাত।
লেপ মুড়ে কেটে নিশি ঢেকে জড়ো কথার ঘুম।
০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ রইল।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১১
ওমেরা বলেছেন: কবিতা দারুন হয়েছে ।