নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
একটি স্মৃতিসৌধ
- মোঃ মুসা ইসলাম
বিজয় অকাতরে খালি করে গেছে কোল,
স্বাধীনতা অখন্ড মানচিত্র আরো পেল মায়ের বোল!
রক্ত জোয়ারে জোড়া জোড়া প্রাণে'
বাংলা মেখেছে লাল,
আকাশ নিচে আজ বিজয়ের পতাকা উড়ে
দ্বন্দ্ব যুদ্ধ ছিল কাল।।
যারা কাল জীবিত কুমার্যি করছে ঘোরা ঘুরি,
তারা আজি শায়িত গোরে চিরন্তন ঘুমে দুয়ারি।
উদিত প্রভাতে আলোর মুখোশ খুলি মেলি আজি দোর,
আছন্ন লংগনে পরিবেষ্টিত গতদিন তো ছিল ঘোর।
যেখানে কাল রাত্রি ছিলো আজ সেখানে সূর্য্য,
যেখানে কাল বিষাদ ছিলো আজ সেখানে রনতূর্য্য ।
যেখানে কাল রক্ত খেলায় মক্ত ছিলো যুক্ত,
সেখানে আজ ঝাঁকের পায়রা উড়ে উন্মুক্ত।
ভয়াল আত্মহুদি লাঞ্ছিত নির্যাতিত হতো লুপ্ত,
সেখানে আজ বিরাজ বহতা নদীর মতো সুপ্ত।
যেখানে কাল মাঠে পড়েছে লাশ সাড়ি সাড়ি,
সেখানে আজ লাইন বদ্ধ জাতীয় সংগীত পড়ি।
যেখানে কাল খেলাস্থান ছিল কাদা জমানো লোদ,
সেখানে আজ শহীদ স্মৃতিচরন উচ্চ একটি স্মৃতিসৌধ।।
©somewhere in net ltd.