নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

প্রিয় বাংলাদেশ

১০ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৮

এদেশ তোমার এদেশ আমার
এদেশ সকলের,
হিন্দু মুসলিম উপজাতি হউক
বাঙালিদের দখলের।
এদেশে উঠে সকালের রবি ,
ভাগাভাগি করি সকলে,
ঝর বন্যায় লড়াই করে বাঁচি
খর কুটোর ঝাঁপড়ির তলে।
মিলে মিশে থাকি মোরা ধর্ম
বর্ণ ভুলে,
একি সাথে রাত্রি কাটাই শহর
নগর কুলে।
এদেশ আমার মায়ের মতন
বড় করে তোলে মোদের,
যারা এদেশে এনে দিছে মুক্তি
ভুলবনা সেই যোদ্ধাদের ।


আরেক লড়াকু লড়াই করে মাঠে
নিজে রাতভর দিন,
পেটের খোরাক জোগাড় রাখে
শোধায় না তার ঋন।
হিংসা নেই দ্বেষ নেই কভু রাখি
মুঠি খানা হাত,
এক সুতায় বেঁধে গেঁথে রই!!
আমরা শ্বাশত বাঙালি জাত।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৯

এম ডি মুসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।।

২| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৭

আকিব হাসান জাভেদ বলেছেন: এদেশ আমার এদেশ তোমার
এদেশ সকলের
এদেশে আমরা পেয়েছি
সাহসী এক মূসা বীর ।
আমরা শাশ্বত বাঙ্গালি জাত। সুন্দন শেষ চরণে কবিতায় +++++++++

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫০

এম ডি মুসা বলেছেন: ভাই ধন্যবাদ প্রথম ভাল লাগা জানাই।।

৩| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪১

কানিজ রিনা বলেছেন: খুন সুন্দর কবিতা,
আমাদের দেশটারে কত ভালবাসি
সবুজ ঘাসের বুকে সেফালির হাসি।
মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিক।
পাড়ার সকল ছেলে মোড়া ভাই ভাই
এক সাথে খেলি আর পাঠশালে যাই।

আপনার কবিতা পড়ে ছোটকালের
মুখস্থ কবিতা মনে পড়ে গেল।
ভিষন সুন্দর ভাবান্তর তুলেছেন আপনার
কবিতায় ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫১

এম ডি মুসা বলেছেন: খুব সুন্দর ছড়া ছোট কালে পরিতাম।ধন্যবাদ
থাকল।

৪| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: এদেশ সোনার দেশ। সোনার বাংলাদেশ। কিন্তু বর্তমানে প্রশ্নপত্র ফাঁস, কোটা প্রদ্ধতির নামে বৈষম্য সৃষ্টিসহ নানা সমস্যা সৃষ্টি করছে চলমান নোংড়া রাজনীতির চর্চা। বর্তমানে যারা ( বিশেষ করে রাজনীবিদেরা) দেশপ্রেমের কথা বলে নানা প্রচার প্রচারনা করে দেখা যায়, দেশের সাধারণ মানুষের টাকা দুর্নীতি করে বসে আছে। সেটা ক্ষমতাশীন হোক আর ক্ষমতার বাহিরে হোক। সুযোগ পেলে কেউ কম করে না।
যদিও আপনার কবিতার বিষয় উল্লেখিত বিষয় নয় তারপরও দেশের কথা বলতে গেলে এসব কথা চলে আসে।
যাই হোক, আপনার কবিতাটি সুন্দর হয়েছে। আমাদের দেশ যেমন সুন্দর ঠিক দেশকে নিয়ে যা কিছু (গল্প, কবিতা,গান, চিত্রাঙ্কন ইত্যাদি) করা যায় সবকিছুই সুন্দর। সবকিছুই ভালো লাগে। ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১০

এম ডি মুসা বলেছেন: স্বাধীনতা এনেছিলেন কিন্তু স্বাধীনতা পাইনি
অনেক ক্ষেত্রেই তবুও সোনার বাংলা আমাদের চিরদিন ।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫২

এম ডি মুসা বলেছেন: লেখা গুলির জন্য ধন্যবাদ ।।

৫| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আরও সুন্দর হওয়ার দরকার ছিল কবিতাটি।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৯

এম ডি মুসা বলেছেন: যথেষ্ট ধন্যবাদ! সুন্দর লেখেন । আরো ভালো ।

৬| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫০

আবু আফিয়া বলেছেন: ভাল লেগেছে, ধন্যবাদ

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৯

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ অফুরান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.