নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। ________________________________ আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।_______________________সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সম্পদ লোপ

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৮

ছাগলের ছাগলতামি
মাতলের মাতালতামি
যাব আমি কোথায় আমি,
পেট ভরাট ঘৃণ্যার বমি,
কেড়ে নিতে চায় আমার জমি,
এটা কোন ধরনের পাগলামি ।
এই জগতটা খোদার স্বামী,
দেখায় কেমন নামিদামি,
আসলে ওরা হারামি,
আল্লাহ্ কেনা অন্তরজামি!
ছাড় এসব ফাজলামি।
যদি এসব নাহি ছাড়,
হয়ে থাক বেশ জড়,
সময় পর্যন্ত অপেক্ষা কর।


যদি হতো তোমার ভূমি
পাইতো ছোয়ায় চরণ চুমি।
কেমন হতো এ ইতরামি,
ভাবছ কেমন ঠেকা বসা
অংক যেমন কসছো কসা।
নাকে ডগায় তেলটি ঘসা।
হবে কিনা একটা খোসা।
লোভ জাগিব ফেরার চোসা।
শুনবেন কিনা তোমার তোষা।
দেমাকে তোমার কলিজা ফাটে,
নাও ফিরবে কি মাঝির ঘাটে,
খেলো কেমন মাঠের হাটে,
কথায় কথায় গন্ডগোল,
হাসর তোমার নসরের জোল।
করছো কিনা আবল তাবল,
নিছো কি জমি দখল,
বলবে ছবি মুখমণ্ডল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:২২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: "সম্পদ লোপ" বলতে কি বুঝিয়েছে, কবিতা পড়ে বুঝলাম না। একটু যদি ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৭

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ সম্পদ লোপ মানে।লোপ মানে হ্রাস পাওয়া
কারো জমি জোর দবস্তি করা। অথাৎ সংক্ষেপ
কারো জমি তার থেকে উচ্ছেদ করা।
মতামত দেওয়া জন্য ধন্যবাদ ।
আবার মন্তব্যে আশা করি । আমি বুঝাতে পারছি কিনা।

২| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫২

আকিব হাসান জাভেদ বলেছেন: জমি দখলের জমিদার রা সহজ সরল মানুষের সম্পদ লোটবে এ হতে দেওয়া যায় না । আমরা আবার লড়বো নিষ্ঠুর জমিদার দের সাথে । জমি দখল বলতে যা বুজাতে চেয়েছেন তা না বুজলেও বুজেছি।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৯

এম ডি মুসা বলেছেন: হা হা হা খুব মজা পেলাম।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাতলের<মাতালের
পেটা <পেট
কেনা <কিনা হবে।

বানান ভুল আছে।

ধন্যবাদ।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪২

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ অশেষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.