নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

লাগামছাড়া

১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৮

যাক! যাক! দুরে গেলে যাক!
আমাকে তার- প্রয়োজন মনে করে' না!
যাক গেলে যাক!
আমি ও চাই না থাক!
হৃদয় টা পুড়ে কালো ছাই হয়ে গেছে।
হারালে হারাক!
যায় যাক, দুরে গেলে যাক।
এতো করে ডাকার আপত্তি নেই ।
সন্দেহ জাগছে! অভিমানির,
যাক গেলে যাক!!
ভাবনা চিন্তা রাখা না থাক!
তার মতো সে থাক!
যেতে চাইছে যাক।
যাক তো যাক।
থাকার কথাটা আমি চাই না থাকুক
মনে রাখুক ১৪২৫ বৈশাখ।
যেতে দে যেতে থাক,
আমি চাই নতুন প্রভাতের সুদুর মিলাক!
আমিও চাচ্ছি থাক।
আমার ইচ্ছে না হলে না থাক।
এতটুকুই থাক!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৬

নীল মনি বলেছেন: বড্ড অভিমান বুঝি :)

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৩

এম ডি মুসা বলেছেন: হুম!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.