নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

নায়ক কারা ও মানুষ চেনা

২০ শে মে, ২০১৮ রাত ১২:৩৪

চিত্র ইন্টারনেট চিন্তা ধারা----- সংক্ষেপ -----
১| বাংলার নায়ক কে
শাকিব খান, বাপ্পী চৌধুরি অনান্য----।
তাদের অনেক স্টাইল দেখান দর্শক কে বিনোদন দিতে
তারা আসলে হিরো সাজে হিরো নয়।
এরা কাল্পনিক হিরো________।
তাহলে হিরো কারা??

২|একটি কথা মনে পড়লঃ
হিরো অর্থ নায়ক নায়ক অর্থ যুদ্ধ জয়ী নেতা
একদিন পত্রিকা পড়ছি , পরি মনি বলেছে চট্টগ্রাম
শাকিব আর তিনি যখন শুটিং করছে।
হঠাত ভুমিকম্প হচ্ছে পাহাড়ে-- শাকিব খান
দ্রুত নেমে গেলেন আমি একা দাঁড়িয়ে আছি
যার যার মতো । পরিমনি বলেন
আমি অনেক ভয় পাইছি যখন থেমে গেল,
ভাবছি যে আসলে শাকিব খান তো ছবির মধ্যে অনেক
কিছু করেন, আমি আজ বুঝলাম সে বাঁচাতে আসল না।

৩| নায়ক হচ্ছেন যারা------ সত্যি কারের নায়ক,
মাশরাফি শাকিব ওরা এগারোজন আসলে ওদের মতো স্টাইল করো জীবন উন্নতি হবে।



৪| রাজনৈতিক নায়ক হচ্ছেন তার দেশের নায়ক বঙ্গবন্ধু, শেরে বাংলা, ভাসানী, হোসেন সোয়ারাউদ্দি, আরো অনেকঃ ছাত্র নেতা ঠিকই ।
দেশের ভালোবাসার নেতা হওয়ার কঠিন,
স্বার্থপরতা নেতা অনেক পার্থক্য ।


৫| নায়ক হচ্ছেন তারা যারা খেতে খামারে মাঠে
ফসল ফলান মানুষের ভোগ মিটান,
কৃষক তারা সত্যিকারের নায়ক, তাদের মধ্যে দুর্নীতি নাই তারা দুর্নীতির ধংস করে থাকেন
যেমন কীটপতঙ্গের ওষুধের মাধ্যমে ধংস করে
থাকেন।


মানুষ চেনাঃ
২| পৃথিবীর সকল অলিগলি পথ ঘুরে আসো
সব চেনা হয়ে যাবে, কিন্তু ভাই মানুষের সাথে সাড়া
জনমে মানুষকে চেনা যায় না।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ রাত ১২:৩৭

কাইকর বলেছেন: শেষের চরণদুটি অনেক ভালো লেগেছে।বাস্তব তুলে ধরেছেন।আমি গল্প লিখি।সময় পেলে ঘুরে আসবেন, দাওয়াত রইলো। ধন্যবাদ।

২০ শে মে, ২০১৮ রাত ১:০৫

এম ডি মুসা বলেছেন: অবশ্য সবগুলো কথাই ইনপরটেন্ট !
আচ্ছা ভাই!

২| ২০ শে মে, ২০১৮ রাত ১২:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নায়ক তারাই, যারা সৎ পথে থাকার আপ্রান চেষ্টা করে।
আর খলনায়ক তারা যারা পালিয়ে যায়!:(

২০ শে মে, ২০১৮ রাত ১:০৩

এম ডি মুসা বলেছেন: ভাবনার বিষয়।

৩| ২০ শে মে, ২০১৮ ভোর ৫:০৩

অর্থনীতিবিদ বলেছেন: এক এক ক্ষেত্রে এক এক জন নায়ক। তবে বিষয়টা আপেক্ষিক। সৎ পথের মানুষরা অবশ্যই সম্মানীত। তবে তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও থাকতে হবে। যাতে তাদেরকে দেখে আমরা সাধারণ মানুষরা অনুপ্রাণিত হই।

২০ শে মে, ২০১৮ দুপুর ২:০৮

এম ডি মুসা বলেছেন: বর্তমানে সিনেমা তৈরি হচ্ছে মঙ্গলের
বিষয় তখন দেখেন যে সিনেমার ভক্ত সবাই অনুপ্রেরণা
নিয়ে চলে তবে। আসলে সিনেমা তো কাল্পনিক ।
বাস্তব হিরো হচ্ছেন যারা দেশের জয় এনে দিতে পারেন ।

৪| ২০ শে মে, ২০১৮ সকাল ৯:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নায়কতো নয় খলনায়ক ওরা।
নিজেকে জাহির করে যারা।

২০ শে মে, ২০১৮ দুপুর ২:১৬

এম ডি মুসা বলেছেন:

৫| ২০ শে মে, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২০ শে মে, ২০১৮ দুপুর ২:১৭

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ অশেষ আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.