নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
কোন এক কালে হারিয়ে গেছি
এই ঘর থেকে
এই বাঁধ ভাঙার আওয়াজের,
মনে হয়নি
কখনো আর
লেখা হবে
এইযে পাতায়
মনের মাতায় রেওয়াজের।
বাঁধ ভেঙে যে
আসছিল ঝড়
আপশোস করছি
মনের ভেতর
থমথমে মেঘ
গগন ঢাকা ছিলো
হয়ত সেদিন ছিলো বৃষ্টিরে,
ফেরা হলো
আজ এক ফোঁটা
জমানো ঘাস রাতের শিশিরে।
১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২২
এম ডি মুসা বলেছেন: কেমন???
১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৬
এম ডি মুসা বলেছেন: দুই একটা উদাহরণ দিলে সুবিধা হয়,।।
২| ১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪
ভ্রমরের ডানা বলেছেন: স্বাগতম!
৩| ১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৪
নেওয়াজ আলি বলেছেন: যথার্থ উপস্থাপন। ভালো লাগলো
৪| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪১
চাঁদগাজী বলেছেন:
অনেক বিষয় আছে, যেগুলোর উপর পদ্য মানুষজন পড়তে চাহে না