নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
একটি দরজা খুলে যদি যেত ফেরত,
নতুন করেই শুরু করা যেত আবার
হারানো সকল পাওয়ার দাবিতে।
অতীতের দিন গুলি হত ফেরানোর ,
নতুন করে হত পথ দাঁড়ানোর।
শেষ থেকে শুরু খোলা হত ভাবিতে।
যা কিছু হারাই গিয়েছে পাতায় থেকে
সবকিছু যেন কাছের মাঝকে! রেখে।
নিজেকে একটু শুধরিয়ে কেউ নিত
সবুজ বৃক্ষ তরু লতা বীজ গজাত
নতুন একটি ভোর হত নবজাত।
আমাদের ধরা আমার ফিরে পেতাম।
।
১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৩
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ, একটি সুন্দর মন্তব্য করার জন্য ।
২| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩১
নেওয়াজ আলি বলেছেন: অনুপম লেখনী ,ভালো লাগলো ।
১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৮
এম ডি মুসা বলেছেন: মনমন্তব্য অনুপ্রেরণা পেলাম ভাই।
৩| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: দিন গেলে আর দিন আসে না।
১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩২
এম ডি মুসা বলেছেন: বলেছেন: সঠিক হয়ত , আমাদের নিয়ম কানুন এর ভিতরে নতুন হবার পথ নেই। তবু মানুষ নতুন হতে চায়, আবার
মানুষ বৃদ্ধ হতে চায়না তবু বৃদ্ধ হতে হয়। বৃদ্ধ থেকে শিশু হতে চায় তবু পারা যায় না।
৪| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০৬
শের শায়রী বলেছেন: নিজেক একটু শুধরিয়ে কেউ নিত।
কবিতায় ভালো লাগা, তবে দু একটা টাইপো থাকায় চোখে লাগছে।
২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩১
এম ডি মুসা বলেছেন: বিশেষ করে বললে সুবিধা হয় আর আমি বিপি এন যুক্ত করে এটি দেখতে হয় নয়ত এই ওয়েবসাইট ঢুকতে পারা যায় না
৫| ২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: চমৎকার।
২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৯
এম ডি মুসা বলেছেন: অনেক সময় পাশে পেয়েছি , হয়ত কবিতার গঠন সুন্দর না হতে পারে, আমি ভুল কবিতা লিখিনা
ছন্দ ছাড়া কখনো গদ্য ছন্দ একদম বিতর্কিত একটি ছন্দ যা কখনো ব্যবহার করিনা সচেতনতা হবার পর।
তবু গদ্য ছন্দ ইচ্ছে মত নিজের গঠন ব্যবহার করা যায়, পদ্য কবিতার ইচ্ছে মত
শব্দ থাকা সত্তে ব্যবহার করা যায় না। নিশ্চয়ই জানেন আপনি ।। নিয়ম গ্রামার ব্যাকরণ ছাড়া
কবিতা কে কবিতা বলা সুন্দর না।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি বেশ ভাল লাগল।