নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। ________________________________ আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।_______________________সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

আধুনিক যুগের মেয়েরা এগিয়ে

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩২

আধুনিক যুগের মেয়েরা এগিয়ে ফেজবুকে
এবং মেসেজ বক্স এবং ইনবক্স দুটোতে এগিয়ে এছাড়া সামাজিক ক্ষেত্রে
লক্ষ্য করি

(i) ছবি পোস্টঃ

একটি মেয়ে ফেজবুকে ছবি পোস্ট করল লাইক
সাথে সাথে কয়েক শ থেকে এক দু কেবি হয়ে যায়।
তাহলে এখন মেয়েদের অধিকার পেয়েছে
তাহলে কি মেয়েদের ভালবাসতে শিখেছে পুরুষ
অথবা যুবরা।

আপনি ছেলেঃ
অথবা সাধারণ লোক হাতে ঘনা
কয়েকটি পরিচিত লোকের লাইক কমেন্টস
আপনার কখনো নিশ্চিত পাওয়া যাবে।

(ii) আইডি খোলাঃ


কোন একটি মেয়ে একটি ফেজবুক
আইডি খুলেছে, তখন হাজার হাজার ফেন্ড রিকোয়েস্ট আসছে তখন সেটার দৃশ্য শুধু
তারা দেখেছে এবং মেয়েরা ভাল বলতে পারবে।
অথবা একটি ফেক আইডি খুললে ব্যাপারটা বুঝতে পারবেন।
আপনি ছেলেঃ আপনার পরিচিত ছাড়া কেউ এডড করবে বলে মনে হয়না।



(iii) ইনবক্সঃ


একটি মেয়েদের আইডি কতটুকু কয়টা
মেসেজ আসতেছে সেটার হিসেবে তারা বলতে পারবে অথবা একটি ফেক আইডি খুললেই
বুঝা যাবে শুধু পরীক্ষার জন্য ।
আপনি ছেলেঃ আপনার দরকার ছাড়া অচেনা কোনো লোক মেসেজ করবেনা।

(iv) ব্লগ লিস্ট সহ সকল প্লাটফর্ম, কেনাকাটার সহ ব্যবসায়ী দের সহযোগিতা এগিয়ে এখন মেয়েদের, তা শুধু পুরুষের চোখে।
আপনি পুরুষ বা ছেলেঃ
আপনার পরিচিত লাভ ছাড়া কোন কথা বলার
সুযোগ পাবেনা।

(v) বন্ধুর সংখ্যা গরিষ্ঠতা এখন মেয়েদের
সর্বোচ্চ হয় আমার বিশ্বাস করি মেয়েদের মন নরম সরল সহজ তাই বিশ্বাসী তাই মেয়েদের বন্ধু সুলভ করা যায় ।

একটি আলাদা ভাবে দেখুনঃ
ফেজবুকের কথাটি এখানে প্রাধান্য পাক, আপনি মেয়ে বা মহিলা বা, কোনো বাবার রাজকন্যা
লক্ষ্য করূনঃ
(i) আপনার ছবিতে অচেনা লোকের লাইক কমেন্টস করার কারণ কি ? এত লাইক কমেন্টস
আপনি পান কিন্তু আপনার প্রিয় বন্ধুটি পেল না
একই ছবি, আপনি পোস্ট করছেন আপনার
বন্ধু পোস্ট করছে অথচ আপনার বন্ধুর লাইক নাই। কমেন্টস ত দূরের কথা।
আপনাকে পটানোর জন্য ওসব ওদের কৌশল
আপনি হয়তো জানে কিন্তু ভুল ওষুধ খেয়ে ফেলবেন না।
ছেলেঃ আচ্ছা আপনাকে বলছি আপনি কি চাচ্ছেন একটি প্রেম করবেন ভালো সময় পার করবেন, একদিন দেখা করবেন। তারপর তার এত আবেগপ্রবণ বিশ্বাসের জন্য নিজকে
তার হাতে দিবেন এর চেয়ে আর কি?
ফ্যামিলিঃ আপনি কি জানেন ফ্যামিলি কাকে
এখন রিসিভ করার যোগ্যতা কতটুকু পরিমাপ।

(ii) মেয়েরা এগিয়ে গেছেঃ
এবার বলে আপনার সুযোগ সুবিধা কেনো মেয়েরা বেশি পায় , আপনি মেয়ে আমাদের বোন
চলার সময় কথাবার্তা সাবধানতা ব্যবহার করবেন বেশি আবেগ ঘন ভালো না নয়তো পিছনে সুন্দর দিনের ফিরে চাইতে হবে।


আপনি গার্ডিয়ান আথবা অভিভাবকঃ
একটি মেয়ে রাত বারোটা পর ইমু ব্যবহার করে
ফেজবুকে ইনবক্স করে আপনি কখনো
খেয়াল করছেন। আপনি পরীক্ষা করবেন
কীভাবে? একটি ফেক আইডি খুলে আপনার
মেয়েটিকে একবার রাত দুটোর পর ইনবক্স
একটিভ এর ভাসমান ছবিটি লক্ষ্য করুন ।
আপনি গার্ডিয়ান আপনি সচেতন হয়ে থাকলে গার্ডিয়ান হয়ে একটু লক্ষ্য করুন ।
এখনকার রাত একটার পর যখন কিছু ছেলে মেয়ে একটিভ একটিভ তাদের কি সমস্যা !
আপনি কি তাদের খোঁজ নেন লক্ষ্য করেন।



মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ব্যাপক গবেষণা

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৭

এম ডি মুসা বলেছেন: অবশ্য, সেটা , আমরা সকলে জানতে চাই

২| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: মেয়েরা এগিয়ে থাক। এগিয়ে যাক।

২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৮

এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন ভাই, ঠকানোর দায় থেকে রক্ষা পেলে হবে।

৩| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৩

নীল আকাশ বলেছেন: একটু আগেই একই বিষয় নিয়ে পোস্ট দিয়েছি। পড়ার আমন্ত্রন দিলাম।
প্রতিটা মানুষ জন্মগত ভাবে স্বাধীন এবং সচেতন বিবেক দ্বারা পরিচালিত হবার কথা। বাক স্বাধীনতা প্রতিটা মানুষের যেমন জন্মগত অধিকার ঠিক তেমনি-
-ব্যক্তি স্বাধীনতা মানেই যথেচ্ছা করে বেড়ানো নয়!
-ব্যক্তি স্বাধীনতা মানেই যাকে তাকে শরীর দিয়ে বেড়ানো নয়।
-ব্যক্তি স্বাধীনতা মানেই সমাজের প্রচলিত নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন নয়।
-একসাথে থাকতে হলে সবাইকেই কম্প্রোমাইজ করে চলতে হয়।
কিন্তু আসলে এর কতটুকু মেনে চলা হয়?

২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৫

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ

৪| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বেলাগাম হয়েছি আমরা, সব যাচ্ছে রসাতলে।

২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬

এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন, আমাদের গার্ডিয়ান, এর ব্যাপারটার লক্ষ্যে রাখতে হবে।

৫| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০০

নেওয়াজ আলি বলেছেন: মেয়েরা এগিয়ে যাওয়াই উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.