নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
সবুজ বৃক্ষ ছায়া ফেলে দাঁড়িয়ে আছে
মাঠের একটি মধ্য কোণার পথের কাছে,
রোদের ঝলক টর্চের লাইট যেমতি মত
ঝলকানিতে সারা বাড়ি ছড়িয়ে গেছে।
আগের আগের কদিন আগের কথামালা
কথা ও না সূর্যের খোরাক দুপুর বেলার,
কল্পনাতে দেখি শুধু উঠবে কবে?
ফকফকানি মেঘ কাটিয়ে খোলা মেলার।
মিথ্যা কথা বলছি এখন ভুল বুঝনা
কদিন হলো সারা আকাশ শূন্য ঝলক,
পাতার কাছে প্রার্থনা লই তৃষ্ণায় কাতর
জলের কাছে নয়তো কভু সূর্যের পলক।
গালি গালাজ করছি শুধু তীব্র ত্যাজে
এখন বুঝি কতটুকু মূল্য চরম,
থাকতে যখন আকাশ ভরা চমক হাসি
মজুদ গোলা রাখি নাই আর ডগায় অরম।
এখন আমি কেমন আছি পাতার কাছে
খাদ্য টুকু দিচ্ছে না আর কোষের ঝিল্লি,
সূর্য আমার রাগায় আবার বাঁচায় দেহ
উঠবে কবে সচ্ছ ভরা রোদের হাসির।।
ছবিঃ সংগ্রহ ইন্টারনেট।।
২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১০
এম ডি মুসা বলেছেন: যেই কথাটি আসলে এখন শীতের সূর্য দেখা ই যায় না , উদ্ভিদের খাদ্য তৈরি তে ভীষণ সমস্যা হচ্ছে ।
সূর্য থাকতে পাতায় সাহায্য কোষ গহ্বরে যদি খাদ্য সংগ্রহ না করে পরবর্তী এই সমস্যা সমুক্ষে হতে হয়।
তবু থাকতে মুল্য বোঝা যায় না যখন না থাকে তখন এর জন্য পাওয়ার প্রার্থনা করে। আসলে বাস্তবতার এমনি দেখা যাচ্ছে ।।
২| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৪
এম ডি মুসা বলেছেন: আপনাকে এক ট্রাক ফুলের শুভেচ্ছা।
৩| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন কবি।
২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৫
এম ডি মুসা বলেছেন: আপনাকে অনেক, শুদ্ধ মনের বিশেষ শুভেচ্ছা ।।
৪| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো হয়েছে কাব্য ।
২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৭
এম ডি মুসা বলেছেন: পাতায় স্বগত ভালো লাগল। প্রথম পেয়ে । অধিক শুভেচ্ছা রাখি।
৫| ২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকে এক ট্রাক ফুলের শুভেচ্ছা।
ফুল চাপা দিয়ে মারবেন নাকি?
২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২১
এম ডি মুসা বলেছেন: ফুলের চাপায় মানুষ মরবেনা, আকাশ ত অনেক উঁচু ফুলের উপর বাস করা শুরু করবেন ।।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৪
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখা। ভালো লাগল।