নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সকল উপমা তুমি

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩১


তুমি আমার ভোরের গোলাপ শিশির ভেজা পাতা,

বিকেল বেলার মেঘের ভেলায় রঙিলা মন দাতা।

তুমি আমার ঝর্ণা পাহাড় রাখাল বাসির সুর,


বনের মাঝে মুগ্ধ বাতাস মুগ্ধ তার মধুর।

তুমি আমার শাপলা ফুলের অগাধ জলের ঠাঁই,
এক পুকুরে দুঃখের জলের মাথা খুঁজে পাই।

একলা মনে ভাবি আমি আমার ঘরের চাঁদ,


তুমি আমার কাম বাসনার হয়তো সারা রাত।

তুমি আমার মন ভরসা জীবন নদীর কুল,
মনের ভেতর সতেজ প্রাণের মনের তাজা ফুল।

ছবি ইন্টারনেট

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: ছবি ও মনের কথন বেশ লাগলো।

শুভেচ্ছা নিয়েন।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৯

এম ডি মুসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

২| ২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: এটা কি পোষ্ট?

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৮

এম ডি মুসা বলেছেন: ছবি পোস্ট

৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাঘের শীত সকালে
দৃষ্টিনন্দন ছবির সাথে
চমৎকার কাব্যে মনটা
প্রফুল্ল হয়ে গেল!!
আপনাকে ধন্যবাদ
মনটাকে ফ্রেস করে
দেবার জন্য।

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৮

এম ডি মুসা বলেছেন: আপনার ভালো লাগায় আমার ভালো লাগা+ হইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.