নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

আধুনিক ছেলে-

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩২


আধুনিক কালে যত পোলাপান গুলি
নিজেকে চালাক ভাবে বোকার লক্ষণ,
পড়াশোনা ফাঁকিবাজি নিজের ভেতর
ফেজবুক স্মার্ট ফোনে ঘাঁটাঘাঁটি মন।

মুক্তের জানালা চোখে দেখেনা সবুজে
সারাদিন ঘাঁটাঘাঁটি করে স্মাট ফোন,
বিশ্বের কোথায় কিংবা জেনেছে এখন।

চিঠি নাই পত্র নাই হয়ে যায় প্রেম
চাতক পাখির মত হাজার প্রেমিক,
বিশ্বাসে ভাঙেন মন সপ্টেয়ার গেম।
একমন প্রাণদিয়া খোলা রাখে দিক।

দুষ্টুরা খেলা করল সরলকে নিয়া
ছেলে হলেই মেয়েকে মেয়ে হলে ছেলে,
কাঁচি পাতার মতন ভাঙে যার হিয়া।
এই ফাঁদে ফেলে দেয় দারুণ কৌশলে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাঁচি পাতার মতন ভাঙে যার হিয়া।
এই ফাঁদে ফেলে দেয় দারুণ কৌশলে।

....................................................................
প্রেমের ফাঁদ পাতা ভূবনে ,
চলতে হবে সচেতন মনে ।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৩৫

এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন

২| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: কবিতা বা ছড়া হলেও এগুলো শুধু আবেগের কথা নয়। সব সত্য কথা।

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৩

এম ডি মুসা বলেছেন: নুর ভাই একদম হাছা

৩| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৬

নেওয়াজ আলি বলেছেন: অনুপ উপস্থাপন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.