নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

একটি সঙ্গী প্রয়োজন

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৭

জীবনের উপযুক্ত সঙ্গী প্রয়োজন
জীবনের অন্ধকার ছায়াটি সরাতে,
একজন নাবিকের খুব প্রয়োজন
গভীর সমুদ্র টুক পাড়িটা বুঝতে।
অথবা সংসার ঘরে প্রদীপের ঠাঁই
একটা বিশ্বস্ত লোক খুব প্রয়োজন
আমার সারটা অঙ্গে সাজিয়ে ভরাবে
এমন একটি লোক খুব প্রয়োজন ।
আমাকে বোঝার জন্য তার প্রয়োজন
আমার কাজের মধ্যে সাহায্য না হোক
তবু আমাকে বুঝুক সাহসে ভরাক,
পৃথিবীর আর কেউ বুঝক নাহে লোক।
হাসির কান্নার সুখে ভাগিদারি হোক

এমন একটি লোক খুব প্রয়োজন
বোঝার জন্য একটি যাকে প্রয়োজন!
আমাকে উৎসর্গ হোক নাহোক যোজন।
তবু এমন একটি লোক প্রয়োজন
আমার ভেতর আর বাহির বুঝার

চোখের ভাষা মুখের শক্ত ভাষা বুঝে
এমন একটা কেউ আসা দরকার।
অবশেষে আমি যেন তাকে কভু বুঝি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৫

নেওয়াজ আলি বলেছেন: শুভ কামনা। ♥♥।

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩

এম ডি মুসা বলেছেন: নেওয়াজ ভাই অনেক ধন্যবাদ ।।

২| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
এসে যাবে অপেক্ষা করুন অল্প স্বল্প

৩| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
শুভকামনা।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: আন্ডারলাইন করেছেন, বোল্ড করেছেন কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.