নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
তামসিক দেখি মুর্খ লোকের ধার্মিক নামে নির্লজ্জ
আপনার ঘরে প্রার্থনা নাই অপরের কয় কি সজ্জ।
কথায় কথায় মৃত্যু কামনা তার যেন কোন জাতি,
ধর্মের গোড়া নষ্ট করায় ওরা হলো বজ্জাতি।
বলেনা এমন দুই পৃথিবীর মঙ্গল তায়ি কর ,
কথায় কথায় মৃত্যু চাইছে অভিশাপ হে উপর।
নিজের পাছায় আবর্জনার গন্ধ আসছে ওহ্!
অপর দেখলে আনতাশ ঠিয়া পর কয় হোগা ধোও।
ঠিক মত সেয়ে পড়েনা নামাজ আপরে ঠেলায় পড়ছনি,
ইমান আমান তাহারই নাই ভন্ড বাজিটা ছাড়ছনি।
৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করলেন । পাশে পেয়ে + ভালো লাগা
২| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: ভূয়া ধার্মিক হলেও মানবতা ভূয়া নয়। ধার্মিকেতা মানুষের মধ্যে আছে, কিন্তু মানবতা নেই।
৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭
এম ডি মুসা বলেছেন: চরম অবস্থা
৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৮
(লাইলাবানু) বলেছেন: মানুষ আর মানবতা দুইটার অবস্থাই আজ চরম অবস্থাানে।
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১৫
এম ডি মুসা বলেছেন: প্রথম মন্তব্য পেলাম! স্বগত। আসলে মানুষ যে কত ভন্ডমি জানে
আজকাল চরম অবস্থা মানুষ কে কিভাবে ঠকাবে মানুষ্য বোধ নাই।
পরকে ভালো করার কথা বলে নিজের খারাপ অবস্থা পরকে ঠেলে বড় হতে চায়
৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: আসলেই চরম অবস্থা।
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৮
এম ডি মুসা বলেছেন: তাদের বিরুদ্ধে কিছু বলার নেই মানবতা এখন সিস্টেম করে আঘাত করে যেন পাবলিক না বুঝতে পারে। এর মধ্যে দুটি মৃত্যু হয়েছে
আমার খুব সন্দেহ হয়েছে আমি পত্রিকা রিপোর্ট করতে গিয়ে করিনি। মানুষ যে ভাবে বলে আমি একা বললে কি হবে । ২০১৯ সালে
২০২০ দশ দিন আগে একটি লোক মারা গেছে বলে মাটি দিছে এবং বলেছে তার অসুস্থ ছিল ওদিক ছেলেটি এইবার জি এসসি পাশ করেছে সে নাকি হাট এরটাক মরেছে।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২
নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।