নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু শেখ মুজিব

০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:৪২

তোমাদের কেউ শেখ মুজিবের বিরোধিতা করো না,
তাহলে তোমরা এই দেশেরই সত্য বাদিতা না..

এই বাংলার সবুজ গালিতে লিখা আছে তার নাম
তোমাদের কেউ হয়তো জানোনা শেখ মুজিবর কে?
এই দেশ লিখি বাংলা লিখেছি অক্ষর কালি দিয়ে।
তোমাদের কেউ শেখ মুজিবের বিরোধিতা করো না-
যদি তুমি এই বাঙালি জাতির সন্তান হয়ে থাক।

এই মাঠ ঘাট সবুজ শ্যামল তাকে কত ভালো বাসে
আমাদের কেউ হয়তো জানিনা কতটুকু প্রেমময়।
তোমাদের কেউ শেখ মুজিবের বিরোধিতা করো না
আমাদের খুব কষ্ট জমিয়ে বুকের ভেতরে যেহয় ।

সরল সহজ মানুষের বুক ছিড়ে ছিঁড়ে যায় আহা
সত্যর বানী ডুবে যায় কভু সত্য টা ডুবে যায় ।
তাদের হৃদয়ে মধ্যেমনিতে যার নাম লেখা আছে
শেখ মুজিবের ঋণ পরিশোধ করা যাবে না কোনদিন।

মুজিবুর মানে সত্য মানুষ বঙালি সূর্যোদয়,
মানুষ চিনতে পারেনি যে জন সে কভু মানুষ নয়,
নিজ চরিত্র কত বড় উঁচু মেপে দেখে সমতার
মুজিবের চেয়ে মহান ত্যাগের মুজিব হয়না আর।

তোমাদের কেউ বিরোধিতা করে যদি হেসে করে যাও-
আমরা সবাই ধরে নিব তাকে মায়ের উগ্র সন্তান,
কখনো হয়নি মায়ের প্রতিই একটু বা নম্র
লস্কি টস্কি দুষ্টু প্রকৃতি দুষ্টু একটা সন্তান ।

#মোঃমুসা

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাদের হৃদয়ে মধ্যেমনিতে যার নাম লেখা আছে
শেখ মুজিবের ঋণ পরিশোধ করা যাবে না কোনদিন

.........................................................................
উনার অবদান অবশ্যই সম্মান করতে হবে,
তাই বলে কর্মকান্ডে র সমালোচনা হবে না,
এটা বির্তকের বিষয় ।
উনার আমলে বাকশাল অত্যন্ত ভালো চিন্তা করে গঠন করা হয়ে ছিলো ,
কিন্ত বঙ্গবন্ধুর কাছের লোকজন ক্ষমতার অপব্যবহার
করে জনমনে আতন্ক সৃষ্টি করে ছিলো ।

০২ রা জুলাই, ২০২০ দুপুর ১:০৮

এম ডি মুসা বলেছেন: সবজায়গা নেগেটিভ লোক সৃষ্টি হয়। লোভ হিংসার কারণে তার অবদানের কারণে স্বাধীন হয়েছে
এত বড় মহত্ কাজ যিনি করতে পেরেছেন নিশ্চয়ই পজিটিভ দিকে অতিশ্রীঘ্র তার উত্তম মাধ্যম ব্যবস্থা নিতেন।
তিনি বাংলাদেশের স্রষ্টা তার সাথে পুরো বাংলার সমান । তার পুরো দেশের অর্থ ঋণ দিয়ে শোধ করাও যাবেই না।
তার সমালোচনা করার বাক শক্তি তার এমন লোক বাংলা তৈরি শোভা পায় না।

২| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: নেতাকে নিয়ে সুন্দর লেখা

০২ রা জুলাই, ২০২০ দুপুর ১:০৯

এম ডি মুসা বলেছেন: ছবি আপা অনেক অনেক ধন্যবাদ

৩| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১:২১

আজাদ প্রোডাক্টস বলেছেন: সুন্দর

০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:৩৬

এম ডি মুসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।।

৪| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আইন পাস না হওয়া পর্যন্ত উনার রাজনৈতিক কর্মকান্ডের সমালোচনা, বিরোধীতা করা যেতেই পারে। উনি ভুল, ত্রুটির উর্ধ্বে ছিলেন না...

০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:৩৫

এম ডি মুসা বলেছেন: তিনি যতটুকু কষ্ট পেয়েছেন দেশ এনেছেন তার সমালোচনা হয়না করা একটি ভুল ।
কবিতা সোনার তরীর মত, বাঙালি সৃষ্টি কে ভাগ করে খেতে চায় স্রষ্টা কে দেখতে পারেনা

৫| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:১০

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখনী l

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:৩১

এম ডি মুসা বলেছেন: নেওয়াজ ভাই , কৃতজ্ঞ এবং ধন্যবাদ ।

৬| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৩৮

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর!

০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০১

এম ডি মুসা বলেছেন: কৃতজ্ঞ এবং ধন্যবাদ

৭| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.