নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
আমার বৃষ্টি ভালো লাগেনা আর বৃষ্টির ঝরা
যখন তুমি কাছে নেই আর যেন বুকের ভেতর
তোমার কতদিন যে খোঁজ নেই আর শুধুই তোমার
এখনো প্রতিদিন ঐ বৃষ্টি নামে জানলার বুকে
তবে তো চেয়ে থাকা হয়না তাকিয়ে বৃষ্টির মুখে
বৃষ্টি আসে নিত্য বৃষ্টি থেমেও যায় ফিরে সেইআর।
শুধু বৃষ্টি কেনো ভালো লাগেনা ওই বর্ষার ফুল
সেমিল হাতে তোলে নেইনা ভুলে ভুল করে ভুল।।
কিছুই তবে আর তাই চোখ পড়েনি প্রেম প্রকৃতি
তুমি যেদিন চলে সে গিয়েছে কি আর গতি।
তোমার বুঝাতে যে পারিনি- আর তুমি কে আমার।
ছন্দ: স্বরবৃত্ত
গানের কবিতা
০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৯
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।।বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা ।।
২| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
৩| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৫
বিজন রয় বলেছেন: বৃষ্টির দিনে বৃষ্টির কবিতা হৃদয়ে লেগেছে দোলা।
+_++++
৪| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৯
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার +
৫| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪২
সাইন বোর্ড বলেছেন: বৃষ্টির দিনের মতই নির্মল অনুভূতির কবিতা, ভাল লেগেছে ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+