নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

কবিতা লেখার প্রশ্নে আমি

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৯

ওহে আমি কোন কবিতা বুঝিনা কবিতা দিয়ে কি হয়,
যদি সন্ধ্যার পর সন্ধ্যায় রক্ত মিছিল হয়।

কবিতা লিখে কি মানুষের লাগি নাকি নিজ উঁচু করার ধান্দা,
এই প্রশ্নটা আমার মধ্যে অনেকটা বার ঘুরপাক খায়!

ভেতরে এতটা মানুষ সত্য কাজের বেলায় আমাদের কেন ভিন্ন।মানুষ হতেই পারিনি আমরা স্বার্থ পিছনে ভুলে যাই সব নীতিবোধ।

আমরা সকলে মানুষ হয়েই জন্মেছি সবে মনে পড়ে সেই কিছু
যখন আমরা শিশুই ছিলাম তখন কতটা সত্য বাদি ছিলাম
রীতিমতো সেই মিথ্যা টাকে ঘৃণা করেছি আজ তাকে ভালবাসি
মানুষেই বলে ভালো মানুষের মূল্য যে নাই কথাটি সত্য
খারাপের মাঝে ভালো মানুষের মূল্য কি করে হয়।
পৃথিবীর সব একপাশে আছে মানুষেরা সব একপাশে সব
মানুষকে উঁচু করে কেবা দেখে তার অমানুষ কে নয়।
কবিতার ভাষা সত্যর ভাষা বুঝে কজনার কর্মের পরিচয় ।


মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪০

চাঁদগাজী বলেছেন:


গড়ে অনেক কিছু বলছেন, মনে থাকার মতো তেমন কিছু তো দেখছি না।

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৫

এম ডি মুসা বলেছেন: সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
এটাই বিষয় ।।

২| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: আমার হাতে কবিতা আসে না। এটা আমার অনেক বড় দুঃখ।

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৪

এম ডি মুসা বলেছেন: কবিতা কিছু কলাকুশলী শিখবেন তাই আসবে

৩| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা

৪| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লেখা।

৫| ১২ ই জুলাই, ২০২০ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কবিতা কিছু কলাকুশলী শিখবেন তাই আসবে

কয়েকজনকে বলেছি। কেউ শেখায় না।

৬| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনি নিয়মিত হচ্ছেনে দেখে ভাল লাগছে ।

সুন্দর ।+

৭| ১৩ ই জুলাই, ২০২০ রাত ২:০৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: কবিতা না বুঝলেও কবিতা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.