নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

তোমার হাসি কবিতা

০২ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:৩৬

তোমার মুখের মুক্তা ঝরা হাসির ওখই
কার না ভালো লাগে,
পথের ধারে আগাছাও ডেবডেবিয়ে তোমার দিকে তাকিয়ে থাকে।

তোমার মুখের হাসি দেখে
সকালবেলার রোদ্দুরে যায় ফুটে,
গোলাপ ফুলের পাপড়ি গুলো
তোমার নামে লুটিয়ে যায়।
হাজার প্রেমিক বসে থাকে তোমায় সঁপে দিতে।

তোমার মুখের হাসির দিকে তাকিয়ে থাকে ছোট-বড় সকল জাতির লোক
জগৎপুরি পাগল করো এমনি করে তোমার হাসি
ছড়িয়ে দিয়ে সবার কূলে কূলে

রাতের ঘরে হাজার তারার গোনা গোনি
তোমায় নিয়ে হয়।
এত বাজি তোমায় নিয়ে হয়ে থাকে
তোমায় নিয়ে ধরে।
এত মনে তোমায় নিয়ে এত বাজি ধরে।

আমার মাঝে কম ধরেনি তোমার হাসি
কম লাগেনি ভালো কম এর চেয়ে অনেক বেশি
আকাশ-পাতাল যত হাসি পাহাড় পর্বত
তার চেয়ে বেশি লাগে ভালো একলা একা
মনে মনে কম বলি কি তোমার কথা তোমার হাসির
প্রশংসার ঝর আমি নিয়ে থাকি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: মোহনীয় হাসির চেয়ে অনিন্দ্যসুন্দর আর কিছু হতে পারেনা।
তবে, ক্রুর হাসিও কিন্তু আছে! :)

২| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৬

শোভন শামস বলেছেন: হাসির চেয়ে অনিন্দ্যসুন্দর আর কিছু হতে পারেনা।

৩| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

৪| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:১০

নেওয়াজ আলি বলেছেন: চলনসই প্রকাশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.