নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মানুষ অর্থের কাছে বেইমান

১৩ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

টাকার কাছে একদিন রে ভাই তুইও ছিলি দায়ী,
সেদিনে তোর কেউ ছিলনা ছিলাম শুধু আমি,
আজ যে তোর অনেক টাকা আকাশ ভরা স্বপ্ন
আজকে আমার চাওয়াগুলো সব‌ যে পাগলামি।

কত কাছের ছিলাম রে তোর ছিলাম যে তোর লোক,

তোকে দেখে আজকের দিনে আমার ওঠে ক্ষোভ
তুই ভিতরে মানুষ না রে ছিলি আসতো পশু,
ভুল করে সেই মঙ্গল চাইছি তোর যে পথের বেলায়
আসলে তুই অনেক বড় একটা ছিলি দস্যু।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: টাকা হলে মানুষ বদলে যায়।বিশেষ করে যারা কখনও একসাথে বেশি টাকা চোখে দেখে নাই।

২| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: অর্থ আমার কাছে কোনো বিষয় না। অর্থের প্রতি আমার কোনো লোভ নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.