নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

যেসব মানুষের কাছে মানুষের মূল্য নাই

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৩

মানুষের ভিতরে ‌তিন জাতি মানুষদের ক্ষতি করে
১) যাদের বংশগতি পাগল ছিল, তাদের ভিতর কেউ ভালো সমাজে ঢুকে পড়েছে
তাদের রক্তের দূষণীয় স্বভাব কখনো বদলায় না।

২) যেসব মানুষ বিপথগামী হয়েছে বড় ধরনের অপরাধ করে , মাতায় পাপ কামাই করেছে
সেসব লোকের কাছে ভালো মানুষের বা কথার কোন দাম নেই।
যেমন খুন-খারাবি করেছে, অন্যর উপর জুলুম করেছে ।

৩) যেসব লোকেরা যিনা-ব্যভিচার করে, মাথায় অধিক পরিমাণ পাপের বোঝা ছাপিয়েছে
তাদের কাছে ভালো মানুষ এবং ভালো কথার কোন দাম নেই।

প্রসঙ্গ গত বলা যেতে পারে

যেসব ভালোবাসাকে ভালোবাসা বলেনা
১) যেসব ভালোবাসা 18 বছর পূর্বে ভালোবাসার গড়ে ওঠে অবিবাহিত কোনো ছেলে মেয়ের সম্পর্কে
সেসব ভালোবাসার টিকে থাকার ভিত্তি 1%

২) যেসব ভালোবাসার একতরফা হয়ে থাকে, দুইজনের মাঝে বোঝাবুঝি কম
সেসব ভালোবাসা চির জীবন ঠিকে না।

৩) যেসব ভালোবাসার সাথে অর্থের সম্পর্ক আছে সেসব ভালোবাসার চিরজীবন থাকে না
একদিন না একদিন অবশ্যই ভেঙে যায়।

৪) যেসব ভালোবাসার মানুষের কাছে অনেক বেশি চাওয়ার থাকে সেসব ভালোবাসা একদিন না একদিন ভেঙে যায়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: আপনি বেশ অভিজ্ঞ মানুষ।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৪

এম ডি মুসা বলেছেন: ভালো কথার কোন দাম যেখানে পাওয়া যায় না সেই দিকগুলি তুলে ধরছি আমি নিজের থেকেই

২| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:


প্রথমটাকে ( ৩ জাতি মানুষ মানুষের ক্ষতি করে) টেনেটুনে ৪ জাতি করা যায় না?

৪ নং হবে: "মুনাফিক"।

আপনাকে বলে রাখি, যারা মানুষকে মুনাফিক বলে, ওরা নিজেরা ভালো মানুষ নয়; এইসব আরবী শব্দ শুনলে আমার মেজাজ তিতা হয়ে যায়।

১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:২৪

এম ডি মুসা বলেছেন: যারা এসব করে তারা ভাল মানুষ এদের বিরুদ্ধে কিছু বলা উচিত না তাহলে , আপনার কথা মত।
কে ভালো মানুষকে ভালো না না সেটা অবশ্যই সৃষ্টিকর্তা জানেন আপনি বললেও ভুল হবে।
সবাইকে এক ভাবা উচিত না

১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:২৫

এম ডি মুসা বলেছেন: যেসব লোকের বৈশিষ্ট্য তুলে ধরেছে তাদের সাথে চলাফেরা করে দেখেন !!

৩| ১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ দারুন বিশ্লেষণ।
শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.