নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মনে করি

১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৩

তুমিও বলতে পারো কেমন মনে করি তোমায়,
বুকের ভিতর এক কষ্ট জমি- ভাঙতে ভাঙতে।
না পাওয়ারই এক দগ্ধ বাতাসের মত নীল!
আমাকে ছুঁয়ে যাওয়া তৈরি কৃত্রিম নদীর ঢেউ।

তাতে কি তুমি হয়েছো ভালবাসার অর্থ বোঝা
বলতে চাইছ আমি সব ভুল কি আমারি ছিল
আজও আমি জানিনা ভালবাসো‌ বা কিনা আমাকে।
আমি তোমারি থাকবো নাকি জানিনা হারিয়ে যাব।

এই উত্তরটা খুঁজতে খুঁজতেই- ক্লান্ত হয়ে গেছি
ওদিকে প্রশ্ন করার সুযোগ মেলেনি আমি ব্যর্থ
না হয় বলেই দাও ভালোবাসি না তোমাকে আমি
কেউ যদি ভালোবাসে তবে আমি তার হয়ে যাই।

আমাকে এভাবে তুমি প্রেমহীন মরুভূমির মাঝে
আর পুড়িও না তুমি আমাকে পুড়িও না তুমি
এক ফোঁটা আস্তা জল অভাবে শুকে গিয়েছে চোখ।

জল হীন শুষ্ক বৃক্ষ মতো শুকিয়ে গিয়েছে লতা পাতা,
আমার আর কেউ না দেখার মত কেউ কি আছে
তোমাকে নিয়ে‌ এতটা অসহায় আমি বঞ্চনার
খোয়ে খোয়ে পরে যাচ্ছে আমি শরীরের মাংসপেশি।

তাতেও একটু আমি তোমার প্রতি বিরক্ত নই
ভালবাসার প্রতিদান এটা হল মোর কাম্য ছিল
তবে তুমি ভালো থেকো সেটা যদি শুনে থাকি আমি
আমি বলব তোমাকে ,আমি আছি ভালো দীপ্তে মত

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: অতি মনোরম একটি কবিতা পাঠ করলাম।

২| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির প্রকাশ কবি দা

৩| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৯

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ।

৪| ১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

রাজীব নুর বলেছেন: আবার এলাম। পাঠ করলাম। ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.