নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

এক সুদর্শন মাঠ

০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৮



হেমন্তের ওই গাছের তলায় বাড়ির পূর্ব পাশের
বিশাল জমির ধানের মাঠের নদীর পাড়ে বসে
দেখছি বিশাল পাকা ধানের ক্ষেত ছড়িয়ে পড়ে
দেখছি শুধু হেমন্তের দিন চোখের অভিলাষে।

ঘুঘু পাখি ডাকন শুনি নির্জন গাছের ঐ দুপুরে
শুকিয়ে যাচ্ছে নালার ডোবা জলের ভরা ঐ পুকুরে
ঝিরিঝিরি বইছে বাতাস ঠান্ডা কোমা ঐ উষ্ণতায়
আমি আছি তাইত মিশে বাড়ির থেকে নয়তো দূরে।

পাকা ধানের পড়ে আছে ঐ সোনালী রোদ
পড়ে আছে কৃষকের চোখ তাকিয়ে অপেক্ষায়
পাশেই একটি নদী ছল ছল উপররে গড়ায়
এত বড় ক্ষেতের ফসল ফসল চাষের জমি
আর কোথায় চোখ পড়ে না নদীও উর্মিলায়

নবান্নের ধান কিছুদিন পর পরে আবার!
এই জমিতে ফুটে উঠবে সরিষার ঐ ফুল,
দূর দিগন্ত থেকে মনে হচ্ছে একটি ফুলের মাঠ
হয়তো যাবে তরমুজ চাষে ব্যস্ত কোন চাষী

চারিদিকে দেখা যাবে হরেক ডানার প্রজাপতি
শালিক টিয়ে ঘুঘু পাখি মাঠ জুড়ে আনাগোনাও
চোখের দৃষ্টি শৈশব কাল থেকে দেখে আসি
এ যেন আর ক্যামরার সামনে বন্দি হলো ছবি

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৬

নেওয়াজ আলি বলেছেন: অনুপম লেখা I

২| ০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

৩| ০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: আহা অতি মনোরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.