নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সবুজ প্রেমের টুকরো ছড়া

২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

তোমার মুখের ছাপ এঁকে উঠে দুধের মতন সাদা,
আমার চোখের অঙ্কিত রেখা লুটিয়ে পড়ানো পায়।
শৈশব ময়ি কাঁটাবন থেকে যেমনি খেয়ালি চরায়
একটি ছবির পলক জড়ানো শুধু যার গান গায়।

বুকের মরূতে জলহীন ধুলো তৃষ্ণা খোঁজার বুকে
নেই অভিমান জলের সাধন মেনে নেয়া কঙ্কাল,
রাত হীনা রাত অতটা বিষাদ পোষণ করিনা
পাব কি পাবনা তুমি সাক্ষাৎ নয় আমি জঞ্জাল।

আমার প্রথম রংধনু চোখে নজর পড়ানো তুমি
গোলাপের মত নজরবন্দি বুকের পোষণ করা
প্রথম প্রেমের প্রথম চিঠিটি লিখেছি খামের গায়
অবুঝ মনের সবুজ প্রেমের আমার টুকরো ছড়া।

-মু সা

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

২| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: লেখাটি ভালো লাগলো।

৩| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫২

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার রচনাশৈলী। শুভেচ্ছা রইলো অবিরত। ভালো থাকবেন ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.