![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন শেষ হয়ে গেলে তো সব শেষ এভাবে চলুক না কিছু কাল।
পড়ার নামে তেলেসমাতি
প্রেম করল গিয়া,
অবশেষে জীবন দিলো
প্রেমের মিলন দিয়া।
অতিরিক্ত বই চাপিয়ে
পড়ান তার ও লেভেলে,
সেই সুযোগে ছিঁড়ে খাইল
শেষে জীবন গেলে।
দিহান অনুশকার রচনা বাকি অংশ
এটা পত্রিকার অংশ নিউজ
দিহান মাদক সেবন করেছিল কিনা
১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৯
এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন।
২| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এরা কারো না করো ছায়া/মদদপুষ্ট কে করবে এদের বিনষ্ট !
১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৯
এম ডি মুসা বলেছেন: হতে পারে।
৩| ১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১০
এম ডি মুসা বলেছেন: পৃথিবীতে এসবের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে
১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১১
এম ডি মুসা বলেছেন: তাদের ধর্ম অনেক উন্নত যদি প্রকাশ না করে। একটি করে আরো হাজার করার চেষ্টা।
৪| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০৬
spanked বলেছেন: এদের অতিরিক্ত ফ্যান্টাসি থাকে সেক্স এর ব্যাপারে। এক পায় অল্প বয়সে মোবাইল তারপর চটি পর্ণ। ঠিক না থাকতে পেরে করে একটা আকাম! প্রায় ই হচ্ছে এমন নতুন না। কারো টা ধরা খায় কারো টা খায় না এই আর কি। আর বিএফ জি এফ ছাড়া নাকি এই জেনারেশন এর কিছুই চলে না। ঐ ইন্সটাগ্রাম, ফেসবুকে পিক দেয়া ডেটিং করা এসব ই জীবনের মূল লক্ষ্য বানায় ফেলছে। এর বাইরে যে দুনিয়া আছে সেইটা মগজে এদের নাই আর এদের সংখ্যা প্রচুর এইটাই ভয়ংকর ব্যাপার। ভালো থাকবেন সকলে।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
এসব আগাছা, ইডিয়টদের সংখ্যা বাড়ছে