নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। ________________________________ আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।_______________________সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

দিহান অনুশকার

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬

পড়ার নামে তেলেসমাতি
প্রেম করল গিয়া,
অবশেষে জীবন দিলো
প্রেমের মিলন দিয়া।

অতিরিক্ত বই চাপিয়ে
পড়ান তার ও লেভেলে,
সেই সুযোগে ছিঁড়ে খাইল
শেষে জীবন গেলে।
দিহান অনুশকার রচনা বাকি অংশ















এটা পত্রিকার অংশ নিউজ
দিহান মাদক সেবন করেছিল কিনা

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



এসব আগাছা, ইডিয়টদের সংখ্যা বাড়ছে

১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৯

এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন।

২| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এরা কারো না করো ছায়া/মদদপুষ্ট কে করবে এদের বিনষ্ট !

১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৯

এম ডি মুসা বলেছেন: হতে পারে।

৩| ১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১০

এম ডি মুসা বলেছেন: পৃথিবীতে এসবের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১১

এম ডি মুসা বলেছেন: তাদের ধর্ম অনেক উন্নত যদি প্রকাশ না করে। একটি করে আরো হাজার করার চেষ্টা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.