নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
রবী ঠাকুর এই যুগেতে থাকতে যদি বেঁচে ,
ফেসবুকেরই কত দৃশ্য দেখতে শুধু হেসে,
বলতে কবি সহজ পন্থায় চাইতো একসময়
অতি নাগাল অদ্য ঘটছে করছে সর্বক্ষয়।
কলম খাতা পাণি ঘষা ছেড়ে টাইপিং লেখে
ভয় পায় না পাণি রঙকি গুরু নয়ত দেখে
ছেলে মেয়ে ঘুড্ডি উড়ার বিলীনে শেষমেশ,
লিখতে না আর পালকির ছড়া গগন তলের রেশ।
দেখতে যদি ছেলে মেয়ে ইনবক্স ঝুঁকির ঝোঁক
প্রেমের নামে মন চিরুনির বসিয়ে দিতো শোক,
চুপিচুপি লিখে ফেলতো ফেসবুক কণ্ডের কবিতা
ভুল করোনা সে ডালেতে বলতো ওগো আর মিতা।
কবি নজরুল জসিম উদ্দিন থাকতে যদি বেঁচে
ফেসবুক নামক গুগল নামক চিন্তা করত হেসে,
নষ্ট হওয়া ছেলে মেয়ের কোন কথাতে থামবো
কি উপদেশ দিবে শুধু ভেবে হতভম্ব।
এখন কত কবি আছে সহজ পথের পন্থায়,
ফিরে তারা দেখেও না খুঁজে স্বার্থ খনতায়।
২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৩
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ভাই, শুকরান সহজ সরল ভাষায়, বাস্তব কথা বলেছি, কবিতা হয়েছে কিনা বলব না
কবিতা কিছু নতুন শব্দ আর চমকে যাওয়ার অলংকার ব্যবহার করে। আমি জানি।
তবে সেটা ভিন্ন বিষয় এখানে ছন্দের সত্য কথা টেনে নিয়ে কথা বলা আমার ব্লগ কথা গুলো
সোজাসুজি প্রবন্ধ উপস্থাপন করে দেখতে পারতাম, আর কবিতা সংক্ষিপ্ত দিয়ে বুঝিয়ে দিতে পারা যায়।
২| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১১
চাঁদগাজী বলেছেন:
কবি নজরুল সামুতে এলে, আমার পোষ্ট পড়তেন নিয়মিত।
২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩২
এম ডি মুসা বলেছেন: সেটাই ভাবতেছি
৩| ২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৩
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা
৪| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩০
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: এ যুগে থাকলে তারা আর কবি হতো কিনা তাতেই আমি সন্দিহান...
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। সহজ সরল সুন্দর।