নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
তোমার মুখে দেখেছি ফুলের বাগান
আমার নাকের ডগা ছড়ায় সুবাস,
তোমার হাঁসির মধ্যে ফুটেছে গোলাপ
তোমার চোখের মধ্যে করি বসবাস।
তোমার মনের মধ্যে উঠে প্রশ্নবিদ্ধ
আমাকে বিরক্তিকর করো আচারণ,
কেনোই বিরক্ত জানি! এ উত্তর মালা
কেনো জানি- ভালবাসি হয়তো কারণ।
তোমার সুন্দর চোখে পথের ঠিকানা
যেখানে হারিয়ে খুঁজি তোমার আলোয়,
তোমাকে পাবার মন্ত্র শুধু করি পাঠ
জানিনা হবে কিনা ই তোমারই জয়।-
(আল্লার ওয়াস্তে বলি, লেখা কপি করিছ না ভাই
করলে এই অবলার নাম লাগিয়ে দিছ)
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৭
এম ডি মুসা বলেছেন: হয়তো পাঠকের চোখে, আর বিচারকের চোখে যা বলবে তাই সময়ের দিকে তাকিয়ে বলতে হবে
কবিতা সুন্দর হয়নাই। ধন্যবাদ সুচিন্তিত মতামত প্রদান করার জন্য
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমাকে পাবার মন্ত্র শুধু করি পাঠ
জানিনা হবে কিনা ই তোমারই জয়।-
.................................................................
এমন দুর্বলতা প্রকাশ করা যায় যখন
অবলা বা সবলা প্রেমে পড়ে,
আপনি কোন দিকে আছেন ?
.................................................................
পাঠে ++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৯
এম ডি মুসা বলেছেন: অবলা প্রেমে হাবুডুবু খাচ্ছি
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৪
এম ডি মুসা বলেছেন: Thank you aphu
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কাব্যপাঠ কবি দা
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৫
এম ডি মুসা বলেছেন: Thank you so much
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪১
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন । অপার মুগ্ধতা রইলো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৫
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: কপি করার মতোন কবিতা হয় নাই।