নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
বাংলাদেশ উইণ্ডিজ টেস্ট খেলা চলে
বাংলাদেশ বলিং করতেছে
বাংলাদেশ দর্শক চায় আউট হউক
উইন্ডিজ দর্শক চায় চার মারুক।
-গল্প শেষ
জামাই এলো বাড়িতে,
শশুর প্রচুর বাজার করতেছেন
এই ফাঁকে জামাই বন্ধুর ফোন পেয়ে
তখনই বন্ধুর বাসায় চলে গেছে।
-গল্প শেষ
(২) গতকাল ওয়াজের মাহফিল অনুষ্ঠিত হয়
পাশের বাড়ির বিয়ের গায় হলুদ
একপাশে ওয়াজ সাথেই বক্সে বাজায়
ডিজে দিলবার দিলবার
-গল্প শেষ
(৩)
এক ছিল টোনা এক ছিল টুনি টোনা টুনি দারুন প্রেম করতো
একদিন টুনির ফ্যামিলি অন্যথা বিয়ে দিয়ে দিলো
গল্প শেষ.............
(৪)এক ছিল রাজা এক ছিল রানী
রাজা রানীকে রেখে বিদেশ গেছে সেখানে গিয়ে
রাজা আরো দুটি বিয়ে করলো গল্প শেষ.....
।
ট্র্যাডিশন
ঝড়ে গৃহহারা হলো মানুষ।
নেতা-নেত্রীরা এলেন সাংবাদিক নিয়ে।
পৃথিবী দেখল সাহায্যের ছবি।
গৃহহীন মানুষ শুয়ে-শুয়ে আজও আকাশের তারায় ঈশ্বর খোঁজে।
-লেখক ভজন দত্ত।
দুই সংলাপের |
ছেলেঃ- এখানেই আমার শেষ বার একসাথে বসেছিলাম মনে পড়ে ?
মেয়েঃ- হ্যা , তাইতাে এখানে এই সুন্দর ব্লিডিংহার্টের বাগান করেছি ।
-লেখক মোহাম্মদ রফিকউজ্জামান
শেষ গল্প
নতুন সংসারে বউ জামাই, কষ্ট করতে করতে ফতুর
শান্তি এলো ঘরে! একদিন
ঝগড়াঝাঁটি ,বউ বলল তোমার সংসারে শান্তি পেলাম না
।
-
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫২
চাঁদগাজী বলেছেন:
বইমেলায় গতবার গার্বেজ ছিলো শতকরা ৯০ ভাগ, এবার হবে শতকরা ৯১ ভাগ, কিংবা সামান্য বেশী।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৪
এম ডি মুসা বলেছেন: থাকুক খারাপ ভালো , কত আসবে কত সেখানে মেলা শেষে বছর শেষে বিচারক এর দৃষ্টি দিয়ে বিবেচনা করবে
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২০
নেওয়াজ আলি বলেছেন: সাহিত্যের সর্টকাট । এমন লেখা টিকবে না শেষে
০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৪
এম ডি মুসা বলেছেন: আধুনিক যুগে সময় নিয়ে বই পড়ে না মানুষ
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: বিশ শব্দের গল্প ভালো লেগেছে।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০১
করুণাধারা বলেছেন: এমন গল্প লেখা বেশ কঠিন। ভালো লাগলো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৭
এম ডি মুসা বলেছেন: রোমান্টিক কথা ্্ নিয়ে আরো ইন্টারেস্টিং কথা দিয়ে এই গল্প পরিপূর্ণ হোয়ে যাবে।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১০
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: শেষেরটা ভালো লেগেছে...!
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৬
চাঁদগাজী বলেছেন:
শিশুর আসর?