নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
অনলাইন পত্রিকা প্রকাশিত এই লেখা
ভালোবাসা দুটি কবিতা , এই লেখাটি অনলাইন পত্রিকা প্রকাশিত
প্রেমে পরলে বারণ তো নেই প্রেমে থাকে স্বর্গ,
ভুল প্রেমেতে নরকে নেয় জীবদ্দশায় অর্ঘ।
সরল পথে পবিত্র তায় রাখলে শরীর কোটা,
সেই ফরিয়াদ কবুল যে হয় ঝরলে অশ্রু ফোঁটা।
ভালো জীবন পেতে হলে ভালো পথে চলতে হয়,
খোলা আকাশ তার জন্যতে প্রতিদিনে খোলা রয়।
সামনে আসছে ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে,
ভাবছে লুচ্চা ,কি করা যায় বসে বসে দিন কষে।
লুচ্ছা বললে কম হয়ে যায় ওরা প্রেমিক বখাটে,
মিথ্যা প্রেমের ফাঁদ ফেলিয়া নোংরামিতে যা ঘটে।
যে মেয়েটি নিজের মূল্য চায়না নিজের বুঝতে,
তার মাঝেও ভালো কিছু যেওনা তুমি খুঁজতে।
সচ্ছ একটা প্রদীপ হলে ঘরের মধ্যে আলো হয়,
নষ্ট প্রদীপ ঘরে জ্বালো অন্ধকারি রয়ে যায়।
কুমার তুমি ভালো থেকো ভালো রেখো সমাজে
চরিত্র টা ভালো রাখার প্রার্থনার মন বিরাজে।
সার্চ ইঞ্জিনে সার্চ দিয়েছি খুঁজতে প্রেমের সংজ্ঞা,
লেখা আছে উল্টাপাল্টা চড়তে লাফাই চঙ্গা।
আমার মতে প্রেমের সংজ্ঞা লাইফস্টাইল ফলো,
দূরে থেকে যাচাই-বাছাই শেষে বিয়ে- হলো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০০
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ কবিদা
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৩
রামিসা রোজা বলেছেন:
এই ছেলে মেয়ে উভয়ই সঠিক পথে ফিরে আসুক এটাই
চাওয়া । আপনার কবিতার আহ্বান সুন্দর হয়েছে ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০২
এম ডি মুসা বলেছেন: আজকাল, একটু খোঁজ নিয়ে দেখেন, এসব খুব আন্তরিক ভাবে গ্রহণ করে যাচ্ছে
নষ্ট হয়ে ফিরে আসে ঘরে। অবশেষে বুঝতে পারে
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০১
নীল আকাশ বলেছেন: বেশ ভালো লিখেছেন। এর শেষ পরিনতি হচ্ছে যত্রতত্র নবজাতক বাচ্চা ছুড়ে ফেলে দেয়া। কিংবা মেয়ের গলায় দড়ি দিয়ে.।.।.।.।.।।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৩
এম ডি মুসা বলেছেন: বুঝে অনেক দেরিতে,
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৫
ইসিয়াক বলেছেন: সুন্দর কবিতা। পরিচ্ছন্ন সামাজিক আচরণ সবার কাম্য।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৩
এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন, দাদা ভাই
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই কবিতা বড়ই সৌন্দর্য হয়েছে তয় কথা আছে একখান।
প্রেম অইল গিয়া মহববত আর প্রেম বলে আহে স্বর্গ থেকে । কাজেই প্রেমিক-প্রেমিকা অইল গিয়া স্বর্গীয় ব্যাপারটারে নিজেদের মত করে বুঝতে এবং স্বর্গসুখ খুজা পাবলিক । আর এই স্বর্গসুখ খুজতে গিয়ে কোন কোন সময় ইকটু ইদিক-সেদিক অইবারই পারে। তা ক্ষমাছুন্দর দৃষ্টিতে দেকতে অইবে ।তাইলেই আপনি-আমি আধুনিক অইতে পারুম না হলে কিন্তু গুহাবাসী-কাটমোললা আরও আরও নানান ধরনের উপমা নামের সাথে যোগ অইবার পারে। কাজেই সাধু সাবধান।
আর এসব প্রেমিক-প্রেমিকার দোষ নয় এগুলি বয়সের দোষ । এক সময় (বয়স অইলে ) ঠিক হয়ে যাবে তয় ততদিনে উভয়েরই পরীক্ষামূলক ভাবে এধার-ওধার করে কিছু অভিজ্ঞতা অর্জন অইবে যা তাদেরকে পরবর্তী সংসার জীবনে সাহায্য করবে ভালমানুষ হিসাবে গইড়ে উঠতে। আর আপনি - আমি জানি যে অভিজ্ঞতা ছাড়া কোন কিছু পাওয়া যায় না। এ মধুর অভিজ্ঞতা প্রেমিক-প্রেমিকা কোতা থেকে পাবে বলেন প্রেম না করলে (বিয়ের পরে সংসারে ত প্রেম থাকেই না )।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৩
এম ডি মুসা বলেছেন: বুঝা গেলো, আপনার কথা, আপনার পরিচয়। হাহা আধুনিক।।
নোংরামি কে আধুনিক বলা, মোহাম্মদ কামরুজ্জামান
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫২
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: সবার প্রেম সত্য ও সুন্দর হোক...
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০০
এম ডি মুসা বলেছেন: নোংরামি যে নষ্ট হচ্ছে, আপনার আমার কত বোন বখাটের কবলে ,
যার আছে ঘরে বোন বখাটে উতপাত ভয় থাকে সারাক্ষণ
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৬
নূর আলম হিরণ বলেছেন: অধিকাংশ ছেলে মেয়ে প্রেম ভালোবাসার সঠিক মর্ম বুঝতে অক্ষম।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫১
এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন, ১০০% সঠিক
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসা তো আমিও করেছি। কিন্তু কখনও নোংরামি তো করি নি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৪
এম ডি মুসা বলেছেন: সুন্দর হোক পৃথিবীর দরজা
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২০
নেওয়াজ আলি বলেছেন: সমাজের বাস্তব চিত্র। ভালো লিছেন
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৫
এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালবাসার নামে এসব নির্লজ্জতা বন্দ হোক।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৫
এম ডি মুসা বলেছেন: বন্ধ হোওয়া দরকার
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৯
কামরুননাহার কলি বলেছেন: বাংলাদেশের পার্ক গুলোর সঠিক ব্যবস্থা নিতে হবে কতৃপক্ষের তবেই এই সব নোংরা মানুষের নোংরামি বন্ধ হবে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৬
এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সুন্দর হোক পৃথিবীর দরজা
তা আর কোনো দিন হবার নয়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৯
এম ডি মুসা বলেছেন: সুন্দর করলে সুন্দর হয়
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ পদ্যময় প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল