নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বিবাহের স্মার্ট কার্ড

১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৩


বিবাহের রেজিস্ট্রার করা হয় ! কিন্তু তাদের স্মার্ট কার্ড দেওয়ার হয়না। একটা বিবাহ কার্ড দেওয়া হোক বিবাহিতদের।

আমি মনে করি জাতীয় পরিচয়পত্রের মত
বিবাহ পরিচয়ে স্মার্ট কার্ড দেওয়া হোক।

আমাদের দেশে অনেক বিবাহ হয় কোন রেজিস্ট্রেশন ও হয় না!
অনেকে করে ধর্মীয় রীতি নীতিতে কিন্তু রেজিস্ট্রেশন করে না।
কে যে কার বউ কার জামাই পরিচয় বাসায় ছাড়া বাইরে কেউ জানে না।
জাতীয় পরিচয়পত্র মতো ছোট একটি ইলেকট্রনিক চুম্বক অংশ যুক্ত একটা বিবাহ কার্ড তৈরি করা হোক।
যেখানে স্বামী স্ত্রী পরিচয় দুজন নিবন্ধ করা থাকবে।
যেখানে সেখানে গেলে তার স্ত্রী পরিচয় পত্র দুজন বিবাহিত কার্ড দেখাতে পারে।

অনেক ছেলে মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিবাহ না করে
বিবাহিতা বলে পরিচয় দেয়। ওদিকে তারা বিবাহিত নয়।
পরকিয়া সহ নানা অনৈতিক সম্পর্ক থেকে রেহাই পাবে।

তাই সমাজে অনেক বিবাহ চাইলে বিচ্ছিন্ন করা যেমন কঠিন হবে ,
নকল স্ত্রী সাজিয়ে পরকিয়া থেকে বাঁচতে পারেবে।
এছাড়া অনেক বিবাহিত কাপোল কোথায় গেলে ঝামেলা পোহাতে হয়।
কোন বখাটে বা স্থানীয় গ্যাং এর খপ্পরে পরে অনেক ঝামেলা পোহাতে হয়।
যদি থানা পুলিশ প্রযন্ত যায় তাদের স্মার্ট কার্ড দেখিয়ে
তা অনলাইনে চেক করে দ্রুত মুক্তি পেতে পারে

বিবাহ পরবর্তী স্মার্ট কার্ড তৈরি করার। সরকারের কাছে দাবি জানাচ্ছি!

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

ইমরোজ৭৫ বলেছেন: আরো আগে করলে আমার উপকার হতো। আমার মত যাতে আর কেউ বলির পাঠা না হয় তাই এই সিস্টেম করাহউক।

১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

এম ডি মুসা বলেছেন: বিষয়টি নিয়ে আলোচনা এবং সবাই জোরদার করেন।

২| ১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

ইমরোজ৭৫ বলেছেন: আপনার এই ব্লগটি রেফারেন্স হিসেবে ব্যাবহার করতে চাই।

১৩ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৩

এম ডি মুসা বলেছেন: করা উচিত

৩| ১২ ই জুলাই, ২০২২ রাত ৮:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
দুনিয়ার আর কোন কোন দেশে এই বিবাহ কার্ডের অস্তিত্ব আছে?
আলাদা বিবাহ কার্ডের চেয়ে ন্যাশনাল আইডি কার্ডে স্বামী/স্ত্রীর নাম জুড়ে দিলেইতো লেটা চুকে যায়।

১৩ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৪

এম ডি মুসা বলেছেন: ভাইজান সৃষ্টি তো মানুষ ই করে আপনি ও করতে পারেন! পৃথিবীর বুকে অশ্লীলতা কমতে শুরু করবে
জিনা ব্যাভিচারী খুব খারাপ একটা জিনিস

৪| ১২ ই জুলাই, ২০২২ রাত ৯:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: অদ্ভুত সব চিন্তা-ভাবনা আপনাদের।

১৩ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৫

এম ডি মুসা বলেছেন: মন্দ কি ভাই... এটা তো ভদ্রলোকের জন্য বেটার অপশন

৫| ১২ ই জুলাই, ২০২২ রাত ৯:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
ফালতু জিনিসের অবতারণা।
আনকোরা বিবাহ করতে চান? গ্যারান্টি চাচ্ছেন?

১৩ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫২

এম ডি মুসা বলেছেন: এই কার্ড তৈরি করলে আকাম কুকাম কমে যেতে

৬| ১২ ই জুলাই, ২০২২ রাত ৯:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বজ্র আটুনি যেখানে,
সেখানেই ফস্কো গিরো!
গাই বাছুরে পীরিত থাকলে
দুধ পানের সমস্যা হয় না।
ইম্রোজ ভাই চুন খেয়ে মুখ
পুড়িয়েছে তাই দই দেখলে
ভয় পান! মুসা ভাইও কি সেই
দলের সদস্য!

১৩ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫২

এম ডি মুসা বলেছেন: নুরু ভাই আমি কি ভুল বলেছি, আমি এখনও অবিবাহিত আমার কোন রিলেশনে নাই। ফ্যামিলি শাসন এ। আপনি না জেনে না বুঝে আবল তাবল বলেছেন, আমি তো বিবাহ পূর্ব পিরীতের বিরুদ্ধে বলেছি। আপনি কি বলেছেন ? আমি কোন দলের সদস্য
আপনি আমার লেখা টা আরেক বার পরেন আপনি কোন দলের সদস্য বুঝতে পারবেন

০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৮

এম ডি মুসা বলেছেন: আরে ভাই আমি এখনো অবিবাহিত

৭| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: হা হা হা=-=---

১৩ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৫

এম ডি মুসা বলেছেন: হাসির কিছু নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.