নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

শত্রু শত্রু খেলা

১৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

বাড়ির জুড়ে খেলা চলে শত্রু শত্রু খেলা
যেমনি করে পুকুর ভরে শেওলা পচা জমে,
ওই আগাছার মত পুকুর শত্রু জন্মে কারা?
রৌদ্র আলো পয়না পুকুর না কিছুতে কমে।

না আছে মোর অর্থ দ্বন্দ্ব না আছে আর দাবি
ষড়যন্ত্রের অটো মেশিন মানুষ নাকো চিনে,
কাকে বলি সত্য কথা কে বুঝে তার জানি
আঁধার নামায় আমার ঘরে সূর্য জ্বলা দিনে।

ষড়যন্ত্রের ফাঁদে ফেলে সম্মান করে ধূলি
মুনশিয়ানা জামা পরে মাথায় টুপির খুলি,
আশেপাশে হিংসুকেরা পেলো দারুণ সুযোগ
সামনে এসে চুপ করেছে পিছনে হাত তুলি।

কিছু লোকে নিজ কে ভাবে নিজে বড় চালাক
ভঙ্গিমা টা দেখায় এমন বুঝি না আর কিছু,
বুঝে বুঝে চুপ করে রই পাশ কাটিয়ে চলি
পরের কালে তারই পথে ধরি না আর পিছু।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: দুষ্ট লোকের পাশ কাটিয়ে চলাই উত্তম।

১৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ৮:৫২

এম ডি মুসা বলেছেন: ঠিক কথা

২| ১৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.