নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
সাম্প্রতিক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ১ম ধাপের অনুষ্ঠিত হয়েছে ৮ ডিসেম্বর ২০২৩ কিছু চক্রকে ধরছে
মানলাম! সবাইকে কি ধরতে পারছে? পারে নাই। যদি পরীক্ষা বাতিল করতে যারা জালিয়াতি লেনদেন করছে! মোটা অংকের ধরা খেতো ভবিষ্যতের এই কাজ থেকে দূরে সরে আসতো! আবার যদি ধরা খায় এই ভয়ে!
কিছুসংখ্যক যারা মেধাবী শিক্ষার্থী লিগ্যাল প্রাইমারি ৬৫ থেকে ৭০ পেয়ে টিকছেন তাদের লক্ষ্য সব সময় বিসিএস, ব্যাংক
উচ্চতম গ্রেডের তারা যদিও চাকরি পায়! কিছু দিন পর আরেকটি চাকরি পেয়ে যাবেন এবং প্রাইমারি স্কুল রিজাইন দিবেন।
এটি প্রতি বছর হয়েছে এবং হইতেছে! হবে আমার বন্ধু গতবছর প্রাইমারি টিকছে চাকরি হয়েছে! ৪৫ বিসিএস প্রিলিমিনারি টিকছেন এখন রিটেনে টিকবে! এরপর প্রাইমারি রিজাইন দিবেন!। জালিয়াতি যারা ডিভাইজ পার্টি ছিল তাদের এত মেধা থাকলে অন্য চাকরি পায় না কেন? আপনি ৬৫+ পরীক্ষা এত মেধাবী শিক্ষার্থী পেলেন?? আসলেই কি এরা মেধাবী নাকি ডিভাইজ মেধাবী? চাকরি নিয়োগ কেন্দ্রে রুমে সিসি ক্যামেরা নেই কেন? বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে ঘোষণা হয়েছে!
এই স্মার্ট মোবাইল দিয়ে জালিয়াতি হচ্ছে? সেটার কুফল মানুষ ভোগ করে?
এই দেশে এখনো, নতুন প্রজন্ম জন্য প্রথম চাকরির লড়াইয়ে, দুর্নীতি বন্ধ হয়নি! এখনো দুর্নীতি হচ্ছে পরীক্ষা ডিভাইজ পার্টি থেকে! নিয়োগ কার্যক্রম চলমান থাকে গন মাধ্যমের ছড়িয়ে পড়ার পর পরীক্ষা স্থগিত হয়না!
প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ পরীক্ষা জালিয়াতি লিখে ইউটিউব সার্চ দেন!
এটা দেখার পর, চাকরি পরীক্ষা পদ্ধতি প্রতি
আস্থা হারিয়ে যাবে!
সংবিধান ২৯ অনুচ্ছেদ বলা আছে
চাকরি জন্য সুযোগের সমতায়!
মুক্তিযুদ্ধের কোটা ব্যতিত আর বাকি যে কোটা কি
চাকরি নিয়োগ সততার নিশ্চিত করে???
বঙ্গবন্ধুর সেই দুর্নীতি দমন করার কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন! আমি বঙ্গবন্ধু কে দেখিনি
তার ভাষণ শুনেছি, তার কথা শুনে চোখে জল ধরে রাখার মত নয়!! এমন মহৎ মানুষ এই বাংলাদেশ আর একজন এখনো কেউকে এখন পর্যন্ত দেখিনি..
তার মত কি দেশ চলছে? কিন্তু আজ আওয়ামী লীগ যদি ! ক্ষমতায় না থাকলে বলতাম, বঙ্গবন্ধু আদর্শ দল ক্ষমতায় নেই তাই এইসব হচ্ছে! কিন্তু আমাদের বঙ্গবন্ধু আদর্শ চেতনার দল ক্ষমতায় আছে!
বঙ্গবন্ধু চেতনা কেন ফিরে পাচ্ছি না!
তিনি বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন! এটা ছিল সাধারণ মানুষের জন্য কল্যাণকর ব্যবস্থা দুষ্টু চক্র জন্য ক্ষতি। বঙ্গবন্ধুকে বাংলাদেশে আমরা বঙ্গবন্ধুকে হারিয়ে ফেলেছি! কিন্তু তার আদর্শ তার দল , তার সন্তান কে তার মত গর্জন তৈরি করে এই দেশের শান্তি নিশ্চিত করার জন্য! বঙ্গবন্ধুর মত দেখতে পাইনা! আমরা কেন আজো স্বাধীন দেশে বঙ্গবন্ধুর অভাব অনুভব অনুধাবন করি??? কি হচ্ছে দেশে? মুক্তিযুদ্ধের চেতনা কি বাস্তবায়ন হচ্ছে?
১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪২
এম ডি মুসা বলেছেন: ডাচ,বা ওলন্দাজ,পর্তুগিজ, ফরাসি, আরবি বণিক, ফারসি, ইংরেজ, পাকিস্তান যে বৈষম্য নীতি তৈরি করে এই দেশের
মানুষ অধিকার থেকে বঞ্চিত করছে! সেখান থেকে তৈরি হয়েছে বাংলাদেশ
এই বাংলাদেশ ও এ কী! অবস্থা? বাংলাদেশ জাতি! তাহলে, বৈষম্য থেকে মুক্তি পায়নি??
২| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯
বিজন রয় বলেছেন: এই জন্য তো বলতে হয় প্রশ্নপত্র ফাঁস জেনারেশন।
চারিদিকে শুধু অনিয়ম আর অনিয়ম।
হায়রে!!
৩| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: জালিয়াতি সব জায়গায় হয়। এমনকি মসজিদেও হয়।
১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৫
এম ডি মুসা বলেছেন: এটা মিছে কথা সেটা তাহলে মসজিদ হবে না
৪| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৯
সোনাগাজী বলেছেন:
আপনি এক বিষয়ে লিখতে গিয়ে অনেক বিষয় নিয়ে এসেছেন।
১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৬
এম ডি মুসা বলেছেন: আমি ভোরাইটিজ বিষয় নিয়ে উপস্থাপন করছি এছাড়া কি করবো গাজী সাহেব
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১০
প্রামানিক বলেছেন: জালিয়াতির কারণে মেধাবীরা বেকার হয়ে যাচ্ছে।