নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
রাজার ছেলে রাজা হবে চাষীর ছেলে হবে চাষা
ভাগ করে খায় দেশটা কারা?
স্বাধীন নাকি দেশর মানুষ হারামজাদা একটু দাঁড়া
চাকরি ক্ষেত্রে করতে আছো এত দিশেহারা।
মুক্তিযুদ্ধার কোটা আছে থাকুক কোটা যুদ্ধ করছে পূর্বসূরি
সেটা তাদের যুক্তিক দাবি,
বাকি গুলো রক্ত চোষে অধিকার খায় যুক্তি দিয়ে
জনের উপর দিচ্ছে লুটের খাবি।
কেমন করে দেশটা খাচ্ছে অমুক তমুক
চেয়ে চেয়ে ভুক্তভোগী হয়ে কেবল দেখা,
এদের মাঝে ডিভাইজ পার্টি জালিয়াতি
ফেলছে পায়ের রেখা।
স্বাধীনতার চেতনা আজ ঘুণে ধরা
লোকের উপর বৈষম্য এক,
বিশ্বের কোথায় এমন কি হয়?
চোষার আছে নানা যুক্তি দ্যাখ তাকিয়ে দেখ।
আরিফ ভাইয়ে ঝোপে বসে
খাইতো নেশা মিশে,
বাপের সুত্রে বাপকা বেটা
ঠেকায় কেবা কিসে।
পড়াশোনা কি দাম আছে
কোটা ধারীর দেশে,
ওরা হলো রক্ত চোষা
আছে চুপে মেশে।
১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়
২| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭
সোনাগাজী বলেছেন:
মুক্তিযোদ্ধা ভাতার বড় অংশ ডাকাতী করছে ভুয়ারা; জাতির বড় অংকের কিছু টাকা এখানে লুট হচ্ছে।
১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪০
এম ডি মুসা বলেছেন: কিছু করার নাই সঠিক আমি জানিনা এই হিসেব গাজী সাহেব।
৩| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: আর একটু ঘষামাজা দরকার। মোটামুটি হয়েছে।
১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩২
এম ডি মুসা বলেছেন: এটা কবিতা হবে এটা কোন জরুরি না কিন্তু আসল হলো বিষয় বস্তু এটা আমি ব্লগ হিসেবে লেখতে পারতাম
৪| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: কোটা বৈষম্য দূর হোক।
৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
৬| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫১
বিজন রয় বলেছেন: কবিতায় যা বলতে চেয়েছেন সম্ভবত বুঝতে পেরেছি।
দেশটা কারা যেন খেয়ে শেষ করে দিল।
৭| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রতিবাদী কবিতা---এখন মেনে নেয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে যুব সমাজের মাঝে---। ভাবটা এমন যে চলছে চলুক-- আমার ধান্দা আমি করি--। এই করতে করতেই বেলা শেষ হয়ে যাচ্ছে। আর ঐদিকে সুযোগ বুঝে মোড়লরা যা করার তাই করছে।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪১
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সন্ধ্যা কবি।