নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কের উত্থান পতন

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৮

সমাজের নানা ঘটনাকে কেন্দ্র করে আমার ব্যক্তিগত কিছু উক্তি সৃষ্টি হয়েছে

(১)অমানুষের সাথে অর্থের সম্পর্ক থাকতে পারে কিন্তু আত্নার না
(২) পরিশ্রমকে বিশ্বাস করে না যারা দুর্নীতির পথকে সফল হতে হাতিয়ার বানায়।
(৩) যে নিজে খারাপ আরো দশজনকে তার মত খারাপ বানাতে চায় বুদ্ধি দিয়ে।
(৪)মিথ্যার গুজব ব্যাপন প্রক্রিয়ার চেয়ে দ্রুত ছড়ায়।
(৫) মানুষ মুখে ভালো কথা বলেই কাজের সময় আসল মানুষটিকে চিনা যায়।
(৬)এক পাপে হাজার পাপের দিকে আকৃষ্ট হয় ।

(৭)অধিকাংশ বাঙালি কান কথা বেশি বিশ্বাস করে! সুযোগ পেলে তিলকে তাল বানায়,

জ্ঞানী লোক চুপ করে থাকে সঠিকটা বুঝার জন্য অপেক্ষা করে হঠাৎ করে কিছু বলেনা বা কারো বিরুদ্ধে মন্তব্য করে না।

(৮)নিজের ঢোল নিজে পেটানো বিনা কারণে উচিত নয় তাহলে তার জ্ঞানের ঘাটতি আছে ধরা হবে।
(৯)একটি মিথ্যা কথা একশ মিথ্যা কথার জন্ম দেয়।
(১০) খালি কলস বাজে বেশি, ভরা কলস নড়ে কম। অহংকার সে করে যার বেকরাউন্ড সমৃদ্ধ ছিলনা।

(১১)পৃথিবীর সকল মানুষ মেধাবী কেউ পড়াশানায় ভাল, অথবা কেউ শয়তানি তে ভালো।

(১২)রক্তের লোক বেইমানি করলে জীবন বড় দুঃখ থাকে।
(১৩) যারা বলে ভালো মানুষের ভাত নেই তারাই খারাপকে সমৃদ্ধ করতে চায়।

(১৪)যেখানে খারাপ এর সংখ্যা বেশি সেখানে একজনের ভালোর মূল্য নেই ।
যেখানে ভালোর সংখ্যা বেশি সেখানে খারাপের পাত্তা নেই।

(১৫)কিছু লোক নিজে কোথায় জালেম হিসেবে পরিচিত জুলুম করে কিন্তু
সমাজে সে সুযোগ পেলে নিজেকে ফেরেস্তা হিসেবে উপস্থাপন করে।

(১৬) উপকার করলে অপকার করবে জেনে মানুষ উপকার করা ছেড়ে দিয়েছে

(১৭)উচ্চবিত্ত বা আঙুল ফুলে কলা গাছ হলে তো আর মানুষকে মানুষ মনে করে না।
(১৮) উপর তলার মানুষ গুলো নীচের তলার মানুষ গুলোকে মনে করে এরা মূলত এক শ্রেণির প্রাণীর মত।
(১৯)নিজের স্বার্থে সাদা কে কালো করে কালো কে সাদা করে বাঙালি জাতি কু অভ্যাস।
(২০) বাঙালি জাতি রক্তের সাথে বিশ্বাস ঘতকতা করে অন্য জনের সাথে সাধু সাজে।
(২১) কিছু চালাক অন্যের সাথে চালাকি করে তার চালাকি টা যে অন্যে বুঝতে পারে সেটা সে বুঝতে পারেনা।

লেখা মোঃ মুসা

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৭

রাজীব নুর বলেছেন: মানুষের সাথে মানুষের সম্পর্ক দীর্ঘদিন থাকে না। ঝগড়া হয় দূরতে বাড়ে। আবার দূরত্ব কমে। আবার বাড়ে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫২

এম ডি মুসা বলেছেন: তবে সেটা হতে পারে ভালোবসার মানুষের সাথে কিন্তুু অমানুষের সাথে মেশা কখনো উচিত নয় কারণ সে একবার আপনার সাথে অপরাধ করছে হয়তো আপনি আবার এক মিল হয়ে গেছেন তার অপরাধ আপনি ভুলে গেলেও সে ভুলে যায়নি যে করছে অপরাধ কোনদিন আপনার দুর্বলতাকে দেখতে পেলে সে আবারও তিরস্কার করবে।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর লেখেছেন কবি মুসা দা

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৮

শূন্য সারমর্ম বলেছেন:


প্রতিদিনই কি উক্তির জন্ম হয় নাকি?

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৯

এম ডি মুসা বলেছেন: পৃথিবীতে প্রতিদিন ঘটনা জন্ম দেয় তাহলে উক্তিও জন্ম হতে পারে

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাই ! তুমি তো অনেক ভালো লিখেছো। প্রতিটি পয়েন্টই দামী -- প্রতি পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে প্রতি পদে উপলদ্ধি করছি।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৩

এম ডি মুসা বলেছেন: জ্বী আপু অনেক ভালো লাগা রইলো তোমার প্রতি সমাজ ব্যবস্থাটাই এরকম, আপু এইসব শিক্ষিত বা ভালো অবস্থানের মানুষ গুলো কম করে হতে পারে

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৮

নয়ন বড়ুয়া বলেছেন: এই উক্তি গুলো অধিকাংশ মানুষের সাথে মিলে যাবে। যেমন আপনার এই লেখাও কয়েকবছর আগে এই উক্তিগুলোকে পর্যালোচনা করেছিলাম নিজের সাথে...

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৪

এম ডি মুসা বলেছেন: ঠিক ভাই ঠিক!

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৭

কামাল১৮ বলেছেন: ৬,একটি ভুল

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫১

এম ডি মুসা বলেছেন: মারাত্নক পাপে যার লিপ্ত হয়ে যায়,, আমার বাসার থেকে কিছু হাফ কিলো মিটার দূরে, এক লোক ,, তার নিজের সন্তান কে কুপিয়ে হত্যা করছে,, তারপর সে যত শয়তানি কাজে লিপ্ত হয়, মানুষ মারা তার এক খুশির বা হাসির সংবাদ হয়,, এছাড়া তার অনেক লোক মারার সাথে যুক্ত ছিল বলে জেল খেটেছে,, আরেকটি কথা বাড়ির পাশের সাইফুল্লা মাস্টুর এক লোকের বিরুদ্ধে এক মিথ্যা নাটক বানায় তাকে কলুষিত করার জন্য, তারপর লোকটার মানহানি হয়েছে,, সেই নামেই মাস্টার তাকে কখানো মাস্টারই করতে দেখে নাই কেহ তবে ,, সেই মাস্টুর এখন ওই লোকটার পিছে সব সময় লেগে থাকে

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:০৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মিথ্যার গুজব ব্যাপন প্রক্রিয়ার চেয়ে দ্রুত ছড়ায়।

তাহলে এটাকে নিঃসরণ বলা যায়৷ ব্যাপনের চেয়ে নিঃসরণ দ্রুত ঘটে যে তাই।

অনেকগুলো দামী কথা বললেন এক পোস্টে

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৫

এম ডি মুসা বলেছেন: এ সমাজের বেহাল দশা,, একটা জিনিস রয়ে গেছে, অনেক চালাক মনে করে তার চালাকি যার সাথে করে সে বুঝে না আসলেই সে বুঝে চুপ করে থাকে ,, চালাক সেটা বুঝতে পারেনা,, যাই হোক এইভাবে চলছে সমাজ

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৪৮

কামাল১৮ বলেছেন: এগুলো পাপ না অন্যায় অপরাধ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৪

এম ডি মুসা বলেছেন: বুঝতে পারছি কামাল ১৮ ভাই

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.