নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা ১ম ধাপের জালিয়াতি চক্রের দ্বিতীয় ধাপে চেষ্টা করছে

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৬



গত ৮ ডিসেম্বর প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে। পরীক্ষা ব্যাপক জালিয়াতি করে ডিভাইজ পার্টি ছিল কেউ কেউ ধরা খেয়েছে। বেশি সংখ্যক বাঙালি চালাক চোরা বুদ্ধির কাছে ডিভাইজ পার্টি ধরা খায়নি। এত পরিমাণ টিভিতে খবর প্রচার হয়েছে।জালিয়াতি চক্রের সদস্য নিয়ে শিক্ষা অধিদপ্তর পরীক্ষা স্থগিত বা বাতিল করেনি। আপনি প্রমাণ চাইলে ইউটিউব সার্চ দিলে ১ম ধাপের জালিয়াতি লিখলে পেয়ে যাবেন।

গতকাল শিক্ষক নিয়োগ পরীক্ষা ২য় ধাপের অনুষ্ঠিত হয়েছে। ০২ ফেব্রুয়ারী ২০২৪ ইউটিউব দেখলাম জালিয়াতি এবং ডিভাইজ পার্টিদের কিছু সংখ্যক গ্রেপ্তার করেছে। জালিয়াতি চক্র তো আর এত ছোট নয়? এদের হাত অনেক লম্বা। তাহলে তাহলে এটা হলো তাদের ব্যবসা কথা হচ্ছে, তারা তো এক দুই জনের নিয়ে ব্যবসা করে না।
তাহলে প্রশাসন কতজন গ্রেপ্তার করেছে সেটা হলো দেখার বিষয়।

আর প্রথম ধাপে যদি পরীক্ষা বাতিল করতো এবং প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়া হতো বিশেষভাবে।
তাহলে ২য় ধাপের কৌশল এবং অর্থের বাঁশ খাওয়ার ভয়ে আর লেনদেন করা থেকে বিরত থাকতে।
এটা কেন করা হলো না?

প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা জালিয়াতি ইউটিউব খবর সমূহ
যমুনা টিভির সম্প্রচার
্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র


নাগরিক টিভি সংবাদ ১ম ধাপের


দ্বিতীয় ধাপের পরীক্ষা জালিয়াতি এবং ডিভাইজ খবর সমূহ



ডিবিসি খবর জালিয়াতি খবর

দেশ সংবাদ জালিয়াতি খবর

কালবেলার জালিয়াতি খবর
শিক্ষক নিয়োগ জালিয়াতির খবর

এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? এবং বাংলাদেশ।
এটা কি বঙ্গবন্ধুর বাংলাদেশ?
এটা কি শিক্ষা অধিদপ্তর ব্যবস্থাপনা?
এটা কি দেশের মানুষ শান্তি?


বিসিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হতে পারলে এটা কেন পারবে না? সেটা সরকারের বিসিএস নিয়োগ প্রতিষ্ঠান।
বাকি গুলো এটা কি দেশের বাইরে নাকি? এটাতে সুষ্ঠু হতে পারে না?
সরকারের একদিকে নজর দিলে হবে শিক্ষা খাতে এবং
শিক্ষক নিয়োগ অন্য নিয়োগ পরীক্ষা দিকে সরকারের দৃষ্টিভঙ্গি কোথায়?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ জালিয়াতি করতে পছন্দ করে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

এম ডি মুসা বলেছেন: হায়রে আমরা অভাগা এমন জাতি,
কপাল পুড়ছে অধিকার জুড়ে,
কোথায় রাখবে দেশের বিচার
সোনার বাংলা আজ বহুদূরে।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০০

জ্যাক স্মিথ বলেছেন: এ আর নতুন কি! পুরা জাতিই তো জালিয়াতির একটি জাতি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

এম ডি মুসা বলেছেন: শান্তি চাই ভাই শান্তি চাই ,,আসল মানুষ কোথায় পাই,, আপনি এই সরকার স্বাস্থ মন্ত্রীর কথা কাজ স্বস্তি দেবে বলে আশা করি শিক্ষা মন্ত্রী কাছে এমন আশা করি না কেন?

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:



সরকার ও ব্যুরোক্রেটদের জালিয়াতী এখন সব লেভেলে ছড়ায়ে পড়েছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০১

এম ডি মুসা বলেছেন: সরকারের খবর নেই, নিত্য পথে ভোগান্তি
মনে নেই আজ শান্তি।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

নয়ন বড়ুয়া বলেছেন: টিভি চালু করলেই, এই জালিয়াতি, সেই জালিয়াতি, শেষ নাই...
এই দেশের মানুষের লোভ আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে মনে হয়...

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

এম ডি মুসা বলেছেন: নীচের লিংক গুলো ইচ্ছে হয় বঙ্গবন্ধুর ভাষণ গুলো শুনে আসলে বুঝতে পারবেন আসলে তিনি একমাত্র দেশের মানুষের জন্য কতটা কল্যাণ কর, তিনি একথা বলেছে তখন যে মানুষ আমার পিছে লেগেছে, আমার ব্যক্তিগত স্বার্থ যেদিন দেখবেন সেদিন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েন

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২

এম ডি মুসা বলেছেন: বঙ্গবন্ধু ১৯৭৫ শেষ সময় কথা গুলো শোনার পর বলবেন তার দলের লোকেরা এখন কি করে

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৭

এম ডি মুসা বলেছেন:

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মানুষ সুযোগ পেলেই দুই নাম্বারি করে, মানবিক দিক দিয়ে বিবেচনা করে না। বড় বড় নেতাদের, সরকারের দুর্নিতী নিয়ে আলাপ হয়। অথচ দুর্নিতী তো আমাদের একদম রুট লেভেল থেকেই আকড়ে রেখেছে, একটা হাসপাতালে যাব, বুয়া আনসার পর্যন্ত টাকা ছাড়া কিছু করে না। কী মর্মান্তিক!

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.