নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
আমার বন্ধু আমার বাপরে ঠ্যাং এর গিরা ভাঙতে চায়,
সেই বন্ধু কী? আমার বন্ধু, বন্ধু করে রাখে হায়?
এমন বন্ধুর সাথে আমার থাকে আবার রিলেশন,
কেমন সন্তান হলাম আমি মস্তক নাকি? অচেতন।
আমার বাপের মান হানি হয় সম্মান দেখাই সকলে,
লোককে বুঝাই বাপ যে পাগল সম্মান আমার দখলে।
আমি কেমন বাবা হলাম সন্তান দাবি তোলা হয়,
কেমন খেলা জগৎ মেলা জীবন সংসার পরিচয়।
মায়ের রান্না অভক্তি যার সে কি মায়ের সন্তান নয়?
বউয়ের রান্না রসের গোল্লা মায়ের রান্না ছিছি ময়।
মায়ের হাতের রান্না গুলো দেখলে আসে ঘিন,
সে কি মায়ের সন্তান নাকি খায়নি কোনোদিন।
ছেলে চালায় মোটর সাইকেল বাপকে ঘেন্নায় উঠায় না
সে বাপকি জন্ম দেয়নি কপালে তার জুটায় না।
পাশের বাড়ি ভন্ড মাস্টার মারে যেনো পিছে তেল,
মিথ্যা সাক্ষীর জেল খেটেছে ভণ্ডামি তার মুখের খেল।
এই সমাজে চলতে গেলে পথে চলে নানা রূপ,
উপরে তার এক সুরূতে ভিতের দেয় নানা ডুব।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৬
এম ডি মুসা বলেছেন: আলেসামি লাগে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪০
এম ডি মুসা বলেছেন: আমি জানি আপনি কবিতা বেশি পছন্দ করেন না, ততটুকু বুঝতে পারছি। কিন্তু প্রযুক্তির এই যুগে মানুষের ধৈর্য বড় দূর্বল , তাই গল্প জন্য অনেক সময় একখানে রাখে না! কবিতার ছোট কথায় কিছু বলে গেলে, হয়তো ভালো কারো লাগতে পারে না পারে,, কবিতা লেখা কঠিন, গল্প লেখা সহজ হলে দীর্ঘ সময় শব্দ চিন্তা অনেক পরিশ্রম দরকার।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: পড়লাম
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪১
এম ডি মুসা বলেছেন: আচ্ছা
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৪
সোনালি কাবিন বলেছেন: ++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪১
এম ডি মুসা বলেছেন: ঠিক আছে
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১০
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার হয়েছে কবি...
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪১
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২১
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ছন্দের কারিকুরি দারুণ লেগেছে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৩
এম ডি মুসা বলেছেন: এটা পুরাতন রীতিতে হয়ে গেছে এটা কবি নজরুল, এবং জসীম উদ্দিন এর ছন্দ কবিতার ধারা বর্তমান ছন্দ প্রবাহ একটু ভিন্ন রকম! হয়তো আগামী প্রজন্ম আরো নতুন কোন আঙ্গিক সৃষ্টি করবে!
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৭
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ নতুন ভাবনা শুভ কামনা রইল
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৪
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৬
সোনাগাজী বলেছেন:
গদ্যেও লিখে দেন; যিনি পদ্য পড়তে চান, তিনি পদ্য পড়বেন; যিনি গদ্য পড়তে চান, তিনি গদ্য পড়বেন।