নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
প্রকৃতির ঘরে বসন্ত কবে? কতজন খুঁজে বসন্ত দিন?
অস্তিত্ব থেকে ঘুরে দাঁড়াবেন প্রকৃতির সন্তান,
বসন্ত এলো ফুলও ফুটলো পাখি ও গাইলো
অনেক হৃদয়ে চৈত্রের খরা বাসন্তী বিরাম।
কত বেকারের দুই মুঠো ভাতে দগ্ধ চিন্তা
বর্ষার ঘরে ঝরে না বৃষ্টি বৃষ্টি গাঁথে না গাঁথে তার কাটা,
শীতের বেরামে শীতকালে কাটা গায়ে নুন ছিটা
তাদের আবার বসন্ত কই? উপহাসে দিন ঘাটা।
বসন্ত কাকে ছুঁয়ে যায় আর কাকে ছোঁয় নাই
প্রকৃতির ঘরে বসন্ত আজ, মানুষের কবে বসন্ত ?
দুঃখে ক্লান্ত শরীরের ভাঁজে ঘুম ঘুম টানে
কখনো ধরেছে সেই মন প্রাণে বসন্ত।
মানুষের কবে বসন্ত?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৩
এম ডি মুসা বলেছেন: তবুও বাসন্তী শুভেচ্ছা।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪১
নয়ন বড়ুয়া বলেছেন: বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা মুসা ভাই...
পরিবেশন চমৎকার...
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তবুও বাসন্তী শুভেচ্ছা।
আন্তরিক ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।