নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
তার অনুরাগ থেকে পিছলে রয়েছি একধাপ
ভালোবাসা দিবস কী! কাল উঁকি দিয়ে গেছে?
এইভাবে প্রতিবার আসে যায় বহুবার
আমি কেবল একাই একা অবশেষে।
বসন্ত আসে আবার ঘুরে ফিরে চলে যায়
আমার মন চৈত্রের চৌচির খরার ঘুণে,
দুঃখে পোড়া আশেপাশে করুণ বার্তা জানায়
বসন্ত লেগেছে ঘৃণ্য বসন্ত এসেছে শুনে।
বসন্ত এলো দুয়ারে মানব বসন্ত কবে?
পরীক্ষা রেজাল্ট দিলে এক বসন্ত দেখেছি
উম্মাদ উচ্ছ্বাস মুখে অনাবিল ঢেউ ছাপ
আমি বসন্ত দেখেছি শিক্ষার্থীর মনে প্রাণে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৯
এম ডি মুসা বলেছেন: আপনি আছেন, এই ব্লগে অনেক আছে তাদের ভালোবাসা তো আমাদের নিঃস্বার্থ চিরদিনের। আমার পরিচিত লোক কম আমি ফেমিলির অন্য লোক থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। তার যথেষ্ট কারণ আছে আমার বাবা আর আমি একসাথ থাকি , আমি রান্না করে খাই। আমার মা মারা গেছে ১৭ সালে। তাই এর পর আমার উপর এক ভাই আছে ডুবাই থাকে তার আক্রমনে আমার পড়াশোনা , পাবলিক ভার্সিটি কতে পারি নাই ন্যাশানাল দিয়ে করে এখন হাবুডুবু খাই। পরিচিত বন্ধু বন্ধব বহু আছে তবে আমি কারো সাথে সময় দেই না, আমি বন্ধুত্ব বিশ্বাস করি না। দেখা হলে চাঁ কপি খাই এই প্রযন্ত।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৭
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ নুর সাহেব।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০২
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সন্ধ্যা মুসা ভাই...
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৭
এম ডি মুসা বলেছেন: শুভ সন্ধ্যা নয়ন বড়ুয়া সাহেব।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৯
সোনালি কাবিন বলেছেন: " বসন্ত এসে গেছে" -এই গানটা শুনুন, বসন্তের প্রতি মায়া জন্মাবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৭
এম ডি মুসা বলেছেন: আমি কখনো শুনি নাই.....।এই গান...
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৫
সোনাগাজী বলেছেন:
পরিচিত লোকজন কি কম?