নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
ঝড়ের আঘাতে বৃক্ষ নিধন ভাঙায় বসত বাড়ি,
ঝড়ের আঘাতে পুরুষ ভাঙে না পুরুষ ভেঙেছে নারী।
বিপদের দিনে মাথা উঁচু করে বাঁচতে যারাই জানে,
শত পরাজয়ে হয়নি কাহিল ভাঙার হয়না মানে।
পুরুষ কাঁদেনা শত আঘাতেও পুরুষ পাথর নয়,
নারীর আঘাতে পুরুষের চোখে অশ্রু সিক্ত ময়।
সাত সমুদ্র পাড়ি দিতে রাজি নারীর সুখের জন্য,
সেই নারী কেন ?পুরুষ কাঁদায় করেছে জীবন ছন্ন।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও পুরুষ বাঁচতে পারে,
নারীর আঘাতে আস্ত পুরুষ নিঃস্ব দেখেছি যারে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৯
এম ডি মুসা বলেছেন: তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত উপন্যাস এটা আমাদের এইচ এসসি তে ছিল আমার পুরো গল্প পড়া লেখা পড়া হয়নি। তবে আমি কপিলার এই উক্তি জানাতাম না । আর এটা একটা ছবি আছে তাও দেখা হয়নি।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪১
এম ডি মুসা বলেছেন: আমার মন্তব্য পাতাটা বন্ধ ছিল আমি দেখিনি েএটা পরে উমুক্ত করছি।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৩
কামাল১৮ বলেছেন: তিতাস একটি নদীর নামে।কপিলার উক্তি,হায়রে আমার পুরুষ