নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
বাড়ির পাশের ডেমনা কাইশ্যা শিক্ষক নামে জ্ঞানীগুণী,
চরিত্র যে আদিখ্যেতা তলে তলে ষোলআনী।
কেমনে হলো কাইশ্যায় শিক্ষক বুঝে কিছু যার উঠে না
সবকিছুতো হতে পারে এটা যে ভাই দেশের সোনা।
কম্পিউটার অফিস ছিল ছাত্র ছাত্রী ভর্তি করে,
নেকামিতে রাজী হলে কম টাকাতেই ভর্তি করে।
চোখ গুলো যে টেরিয়ে চায় ব্যাঁকা করে লাঠা লাঠা,
কাইশ্যা রে ভাই কাইশ্যা যে নয় চালাক চতুর।
কাইশ্যা এখন শিক্ষক হলো কাইশ্যা এখন ভদ্র সাধু,
কাইশ্যার বাপে কাইশ্যা কে কয় তুমি আমার সোনা জাদু।
মাথায় আমার আসে না আর কেমন করে পাশ করছে??
নিজের ঘরে পড়ার একটা বই পাবে না হাতের জোরে।
লোকমান ভাইয়ের থেকে শুনি কাইশ্যা ছিল প্রশ্ন ফাঁসে
নিবন্ধনে জালিয়াতির শিক্ষক হয়ে ভেটকি হাসে।
বাড়ির পাশে কদু মিয়া গাঁজা টানতো ঝোপঝাড়ে,
বাপে তারে চিল্লায় পাঠায় হাতে পায়ে বেঁধে জোরে।
কদু এখন শিক্ষক হলো মাথায় কিছু ধরে না ভাই।
কবিতার উদ্দেশ্যঃ এবং আমার সততা্য দাবি, স্বাধীনতার চেতনায় রক্তের দাবি। নিয়োগ চাকরি এবং অন্য যে কোনো চাকরি হওয়ার পর সুপারিশ কৃত পদায়ন করা ব্যক্তির একটা মনিটরিং করা উচিত -
চাকরি টা কি লিগ্যাল ভাবে পাইছে ? না কোন দুর্নীতির থেকে পাইছে..
০২ রা মার্চ, ২০২৪ দুপুর ২:৫০
এম ডি মুসা বলেছেন: আমি ইউরোপীয় কোন দেশের নাগরিক পেতে চাই... এই ইচ্ছা আছে। এটার জন্য কি কি প্রক্রিয়া তা কি সম্ভব... এই দেশ থেকে খয়রাত করে ভাত খেতে পারবো কিনা সন্দেহ। এখন দান খয়রাত মানুষ করে না।
২| ০২ রা মার্চ, ২০২৪ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: বাহ চমৎকার।
৩| ০২ রা মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৫
করুণাধারা বলেছেন: অনিয়ম, দুর্নীতি আর অনৈতিকতা চারপাশে দেখছি।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
সোনাগাজী বলেছেন:
আপনি স্হানীয় এমপি'র সাথে দেখা করে, আপনাকে সাহায্য করতে পারে কিনা দেখেন।