নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
মুসলিম বলে ঈমানের দাবী করছে মুসলমান
টুপি পাঞ্জাবি ফতুয়া সুরতে কিতাবে একটি দল,
কিতাব বুকেই রসুলে হৃদয় তাওহীদে মনোবল
কিতাবের বানী কতটুকু নিজে ধারণ করেছে বল?
কিতাব পড়ছে আল্লাহ চিনেছে নবী আদর্শ সুরে
ওয়াজের সুরে অন্যকে বলে নিজ হেদায়েত নেই,
আল্লার কথা নিজেই মানতে ধামাচাপা দিয়ে রয়
তবু নাকি শুনি ওরাই মুমিন সত্যের হলো খেই।
নবীকে যখন পাথর মেরেছে ভিন্ন ধর্মের লোক,
একটি গলির শব্দ ছাড়েনি মহা আদর্শ মুখে,
আঘাত করলে চেয়েছেন ভালো দুশমন যত ছিল
নবীর পথেই হাঁটছে মোল্লা কটাক্ষ করে সুখে।
এই যুগ সেই মোল্লার দল আদর্শ কত মানে?
সেই নবীজীর আদর্শ দেখে হৃদয় গিয়েছে গলে,
এখন মোল্লা এত লাফালাফি দেমাকে সিটার কয়
ওই কী নবীর আদর্শ মানো নাকি চলে ছলেবলে।
২| ১১ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
ব্লগে প্রেমের কবিতা পড়তে পড়তে আমি বিরক্ত।
৩| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৯
এম ডি মুসা বলেছেন: নতুন নতুন ছাগলে আজ বাগান গেলো খেয়ে
সব ছাগলে যুক্তি করে এমন বাগান পেয়ে।
আমরা সবাই বাগান দখল করতে যাবো ভাই
সব ছাগলে সংঘবদ্ধ উপায় একটা চাই।
ছাগল এসে বলে গেল বাগান বড় বাজে,
এই বাগানে ভুলে ভরা ফুলে ফুলে সাজে।
ছাগল এসব দেখে যাচ্ছে তাল গাছের ঐ তলে
মাথায় একটা তাল পড়েছে বুঝছে পরে বলে।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২৪ সকাল ১১:০৪
মুহাম্মদ জাবেদ বলেছেন: দারুন লিখেছেন তবে এটা আপনাকে আমাকে আগে মানতে হবে ।